শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

অলিভিয়া চাউ নির্বাচিত হওয়ায় উৎফুল্ল ট্রুডো

- Advertisement -
সাবেক এই এনডিপি এমপিপি সোমবার ৩৭ শতাংশ ভোট পেয়ে টরন্টোর মেয়র নির্বাচিত হয়েছেন

অলিভিয়া চাউয়ের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টরন্টো শক্তিশালী প্রগতিশীল মেয়র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাবেক এই এনডিপি এমপিপি সোমবার ৩৭ শতাংশ ভোট পেয়ে টরন্টোর মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ডেপুটি মেয়র আনা বাইলাওকে তিনি ৩৪ হাজার ভোটে পরাজিত করেছেন।

মিসিসোগাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, ভিন্ন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ প্রিমিয়ার ডগ ফোর্ডের সঙ্গে তিনি কাজ করতে পারবেন বলে তার বিশ্বাস। তবে কানাডার বৃহত্তম নগরীতে শক্তিশালী প্রগতিশীল অংশীদার পাওয়াটা ভালো খবর।

- Advertisement -

১২ জুলাই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর টরন্টো প্রথমবারের মতো মধ্য বামপন্থী মেয়র পেতে যাচ্ছে। ট্রুডো বলেন, আমি জানি অনেক কিছুতেই তিনি আমাদের সত্যিকারের সহযোগী হবেন। তা সে সংখ্যালঘু ও মৌলিক অধিকারের পক্ষে দাঁড়ানো হোক অথবা আবাসনে বড় অংকের বিনিয়োগ।
নির্বাচনের পরদিন মঙ্গলবার রাতেই অলিভিয়া চাউয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন জাস্টিন ট্রুডো। সাংবাদিকদের তিনি বলেন, আবাসনের কাজগুলো একসঙ্গে এগিয়ে নেওয়ার ওপর জোর দেবেন তিনি।

অলিভিয়া চাউ তার নির্বাচনী প্রচারণাকালে আগামী আট বছরে নগরীর মালিকানাধীন জমিতে ২৫ হাজার রেন্ট-কন্ট্রোলড বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য উল্লেখযোগ্য ফেডারেল বিনিয়োগের প্রয়োজন পড়বে।

জাস্টিন ট্রুডো বুধবার একাধিক ইস্যুতে টরন্টোর সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। তবে কোভিড-১৯ এর কারণে নগরীর যে ১৫০ কোটি ডলারের বাজেট তা কাটিয়ে উঠতে ফেডারেল সরকারের তরফ থেকে কোনো তহবিল জোগানের সম্ভাবনার কথা তোলেননি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.