সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩
1.6 C
Toronto

Latest Posts

কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আগ্রহী মেক্সিকো

- Advertisement -
কানাডার শ্রমমন্ত্রী সিমাস ও’রিগান

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মেক্সিকোর ব্যাপারে মিশ্র পদক্ষেপ নিচ্ছে ট্রুডো সরকার। এ সপ্তাহে মেক্সিকোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের আগে কানাডার শ্রমমন্ত্রী সিমাস ও’রিগান চলতি মাসে মেক্সিকোতে ছিলেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেক্সিকো সরকার যা করছে তা অসাধারণ। একটা সমাজ যে এর চাইতে দ্রুত এগোতে পারে, আমার বিশ^াসই হয় না।
এই পরিবর্তনগুলো নাফটা প্রতিস্থাপনের ফলে, যার পোশাকি নাম কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো এগ্রিমেন্ট বা কুসমা। ট্রাম্প প্রশাসনের সময় ২০১৮ সালে এটি স্বাক্ষরিত হয়। কুসমা মেক্সিকোকে শ্রমিক ইউনিয়নের অধিকার ও সমন্বিত দর-কষাকষি উন্নত করার আহ্বান জানিয়েছে। আমেরিকার দক্ষিণাঞ্চলের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে মার্কিন বেতন কমিয়ে রাখার চাপকে কাটিয়ে ওঠার অংশ হিসেবে এই আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

এই প্রভিশনগুলো উৎসাহের সঙ্গে গ্রহণ করেছে মেক্সিকোর জনপ্রিয় মধ্য বামপন্থী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, যিনি আমলো নামে পরিচিত। নতুন শ্রম ট্রাইব্যুনালের মাধ্যমে দেশটি হাজারো নতুন চুক্তি সম্পাদন করেছে। মেক্সিকো সরকার বলেছে, তারা ২০ হাজার চুক্তি সংশোধন বা নতুন করে সম্পাদন করেছে। আরও ১৫ হাজার চুক্তির বিষয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। এই পরিবর্তনের ফলে ক্ষতিপূরণ গড়ে ২০ শতাংশ বৃদ্ধি পাবে।

ও’রিগান বলেন, তারা মেক্সিকোর প্রত্যেকটি চুক্তি খতিয়ে দেখেছেন। কারণ, এগুলো নিয়োগদাতাদের পক্ষে এবং তাদের কেউ কেউ আদ্যপান্ত দুর্নীতিবাজ। তারা এখন নতুন ইউনিয়নের কথা বলছেন।

এসব চুক্তির ভাষার ব্যাপারে মেক্সিকোর ইউনিয়নগুলোকে সহায়তা দিচ্ছে ইউনিফর ও ইউনাইটেড স্টিলওয়ার্কার্সের মতো কানাডিয়ান লেবার কংগ্রেস ও ইউনিয়নগুলো। নতুন লেবার ট্রাইব্যুনালের ব্যাপারেও মেক্সিকোকে পরামর্শ দিচ্ছে তারা। মেক্সিকোর সরবরাহ ব্যবস্থা থেকে জোরপূর্বক শ্রম দূর করতে ওয়ার্ল্ড ভিশনের মতো দাতব্য প্রতিষ্ঠান এক্ষেত্রে নজরদারি করতে সহায়তা করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.