টরেন্টার মেয়র প্রার্থী অলিভিয়া চাউ অন্য প্রার্থীদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন। ভোটের সপ্তাহ দুই আগে পরিচালিত এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।
ফোরাম রিসার্চ পরিচালিত সমীক্ষায় অংশগ্রহণকারী ৩৮ শতাংশ ভোটার চাউকে ভোট দেবেন বলে জানিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরাম রিসার্চ বলেছে, দৈবচয়নের ভিত্তিতে ১ হাজার ৩২ জন টরন্টোবাসীর ওপর পচিালিত সমীক্ষায় আগের সপ্তাহের থেকে ব্যবধান চার শতাংশ বাড়িয়ে নিয়েছেন চাউ। ১৩ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মার্ক সন্ডারস। ১২ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জশ ম্যাটলো। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি ৫ জনের মধ্যে একজন এখন পর্যন্ত কাকে ভোট দেবেন সে ব্যাপারে মনস্থির করেননি।
টানা তিন সপ্তাহ ধরে সন্ডারস ও ম্যাটলো দ্বিতীয় ও তৃতীয় স্থানে হাড্ডহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই চাউকে ছোঁয়ার ক্ষেত্রে লক্ষণীয় কোনো উন্নতি করতে পারেননি। ফোরাম রিসার্চের সমীক্ষায় আগে কখনোই শীর্ষ ছয়ে আসতে না পারলেও এবার চতুর্থ স্থানে উঠে এসেছেন অ্যান্থনি ফারে। এবারের সমীক্ষায় তাকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১০ শতাংশ ভোটার। ২৬ মে পরিচালিত সমীক্ষায় ৯ শতাংশ ভোটার তাকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
শীর্ষে সাতে থাকা অন্য প্রার্থীদের মধ্যে আনা বাইলাওকে ভোট দিতে চান ৮ শতাংশ, মিটজি হান্টারকে ৭ শতাংশ এবং ব্র্যাড ব্র্যাডফোর্ডকে ৫ শতাংশ ভোটার। নতুন সমীক্ষায় সবচেয়ে বেশি সমর্থন হারিয়েছেন হান্টার। গত সপ্তাহের সমীক্ষায় ৯ শতাংশ ভোটার হান্টারকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন।
ঝুঁকে থাকা বা মনস্থির করে ফেলা ৮ শতাংশ ভোটার অন্য কোনো প্রার্থীকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। গত সপ্তাহেও এমনটাই ছিল। তবে দুই সপ্তাহ আগের তুলনায় এ হার ১৬ শতাংশ কম।