
টরন্টোর পরবর্তী মেয়র হিসেবে ১০ শতাংশের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন অলিভিয়া চাও। মেইনস্ট্রিট রিসার্চের সাম্প্রতিক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
মোট ১ হাজার ৫৬ জনের ওপর সমীক্ষাটি চালানো হয়। তাতে দেখা যায়, চাওকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ২২ শতাংশ টরন্টোবাসী। ১১ শতাংশ করে ভোটারের সমর্থন পেয়েছেন আনা বাইলাও এবং জশ ম্যাটলো। তবে সমীক্ষায় অংশ নেওয়া ৩০ ভোটার কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত এখনো নেননি।
মনস্থির করা ভোটারদের মধ্যে ৩১ শতাংশ চাওকে ভোট দেবেন বলে জানিয়েছেন। বাইলাওকে ভোট দেবেন তাদের ১৭ এবং ম্যাটলোকে ১৫ শতাংশ।
সমীক্ষায় অংশ নেওয়া ৫৬ শতাংশ টরন্টোবাসী জানিয়েছেন্, মেয়র নির্বাচন নিয়ে টরন্টো ভুল পথে রয়েছে। নগরীর পদ্ধতিগত ও বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৬৬ শতাংশ টরন্টোবাসী।
অটোমেটেড টেলিফোন ইন্টারভিউয়ের মাধ্যমে সমীক্ষাটি চালানো হয়। ল্যান্ডলাইন ও সেলুলার ফোন উভয় মাধ্যমেই তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।
মেইনস্ট্রিট রিসার্চ তাদের আগের প্রতিবেদনটি প্রকাশ করে ২৮ এপ্রিল। সেখানেও সবার চেয়ে এগিয়ে ছিলেন চাও। তার পরেই ছিলেন যথাক্রমে বাইলাও, ম্যাটলো এবং মার্ক সন্ডার্স। ২৮ এপ্রিল প্রকাশিত সমীক্ষায় ৩৪ শতাংশ ভোটার তখন পর্যন্ত কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত না নেওয়ার কথা জানিয়েছিলেন।