
এককালীন গ্রোসারি রিবেট যে কোনো সপ্তাহে আপনার অ্যাকাউন্টে জমা হতে পারে। এ সংক্রান্ত বিলটি বুধবার সেনেটে পাশ হওয়ার পর এই সম্ভাবনা তৈরি হয়েছে।
এই সুবিধার যোগ্য যেসব কানাডিয়ান দম্পতির দুই সন্তান রয়েছে তারা পাবে সর্বোচ্চ ৪৬৭ ডলার। সন্তান নেই এমন একক কানাডিয়ান পাবেন ২৩৪ ডলার পর্যন্ত। এ ছাড়া জ্যেষ্ঠ নাগরিকরা পাবেন গড়ে ২২৫ ডলার। ৫ জুলাই এই অর্থ স্বয়ংক্রিভাবে
সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অথবা চেকের মাধ্যমে দেওয়া হবে।
রিবেটের জন্য কোনো আবেদন প্রক্রিয়া নেই। জুলাইয়ের জিএসটি ক্রেডিটের সঙ্গে এই রিবেট প্রদান করা হবে। যেসব কানাডিয়ান পরিবারের আয় ৩৮ হাজার ডলার বা তার কম অথবা যেসব ব্যক্তির আয় ৩২ হাজার ডলার বা এর কম, এমন ১ কোটি ১০ হাজার কানাডিয়ান গ্রোসারি রিবেট সুবিধা পাবেন। তবে এই অর্থ পেতে হলে সুবিধাভোগীদের অবশ্যই ২০২১ সালের আয়কর বিবরণী দাখিল করতে হবে।
এককালীন এই গ্রোসারি রিবেট ২০২৩ সালের ফেডারেল বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্থ পরিশোধ যাতে দ্রুততম সময়ে হয় সেজন্য অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মূল বাজেট বাস্তবায়ন বিল থেকে বাইরে নিয়ে এসেছেন। সেনেটররা এটি বিবচেনার জন্য সময়সীমা এগিয়ে আনার ব্যাপারে সম্মত হয়েছেন। এর ফলে সেনেট ন্যাশনাল ফাইন্যান্স কমিটি এক বৈঠকেই সহযোগী অর্থমন্ত্রী র্যান্ডি বয়সোনল্ট ও ফাইন্যান্স কানাডা কর্মকর্তাদের বক্তব্য শুনেছে। কোনো ধরনের সংমোধনী ছাড়াই আইনটি পাসের আগে এই বৈঠক হয়।
অটোয়াতে লিবারেল পার্টি অব কানাডার প্যানেল আলোচনায় ফ্রিল্যান্ড বলেন, লিবারেল সরকার কয়েক সপ্তাহের মধ্যেই ১ কোটি ১০ লাখ কানাডিয়ানকে গ্রোসারি রিবেট দিতে যাচ্ছে। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারাই এর সুফলভোগী হবেন।