শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

পুলিশ কর্মকর্তা জবে পোস্ট সেকেন্ডারির বাধ্যবাধকতা থাকছে না

- Advertisement -
অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ইটোবিকোকে এক বক্তৃতায় বলেন, প্রদেশে অপরাধের ঘটনা বেড়ে চলেছে। এর ফলে পুলিশ মোতায়েন জরুরি হয়ে পড়েছে। জনগণ নিরাপদ বোধ করছে না

পুলিশ নিয়োগ জোরদার করতে বড় কিছু পরিবর্তন আনছে অন্টারিও। টিউশন ফি মওকুফ এবং পোস্ট সেকেন্ডারি এডুকেশনের বাধ্যবাধকতা তুলে দেওয়া এর মধ্যে অন্যতম।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ইটোবিকোকে এক বক্তৃতায় বলেন, প্রদেশে অপরাধের ঘটনা বেড়ে চলেছে। এর ফলে পুলিশ মোতায়েন জরুরি হয়ে পড়েছে। জনগণ নিরাপদ বোধ করছে না। কেউ কেউ সাবওয়েতে যেতে ভয় পাচ্ছে। এমনকি অন্ধকার হয়ে গেলে অনেকে হাঁটতে যেতেও ভয় পাচ্ছে। এটা হতে পারে না। আমাদের সড়কগুলোতে আরও বেশি সংখ্যক পুলিশ কর্মকর্তার উপস্থিতি প্রয়োজন।

- Advertisement -

পুলিশ নিয়োগ উৎসাহিত করতে প্রদেশ অন্টারিও পুলিশ কলেজে বেসিক কনস্টেবল ট্রেইনিং প্রোগ্রামের টিউশন ফি প্রত্যাহার করে নিচ্ছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভুতাপেক্ষ প্রযোজ্য হবে এই পরিবর্তন। এই প্রোগ্রামের ব্যয় ১৫ হাজার ৪৫০ ডলার বলে নিশ্চিত করেছে সলিসিটর জেনারেলের কার্যালয়।

এ ছাড়া এই প্রোগ্রামের প্রতি গ্রুপে অতরিক্তি ৭০টি স্পেস যুক্ত করবে প্রদেশ। সেই সঙ্গে অতিরিক্ত একটি গ্রুপও সৃষ্টি করা হবে। সব মিলিয়ে চারটি গ্রুপে প্রতি বছর ৫৫০ জন কর্মকর্তা প্রশিক্ষণের সুযোগ পাবেন। ২ হাজার ২০০ শিক্ষার্থীর টিউশন ফি প্রায় ৩ কোটি ৪০ লাখ ডলার।

নতুন নিয়োগপ্রাপ্তদের পোস্ট-সেকেন্ডারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করার বাধ্যবাধকতাও থাকবে না। বিদ্যমান কমিউনিটি সেফটি অ্যান্ড পুলিশিং আইন অনুযায়ী পুলিশ কর্মকর্তা হতে গেলে ইউনিভার্সিটি অথবা কলেজ ডিগ্রির প্রয়োজন হয়। নতুন আইন পাস হলে এই বাধ্যবাধকতা উঠে যাবে।

সলিসিটর জেনারেল মাইকেল কার্জনার বলেন, এই পরিবর্তন সমাজের সব স্তরের মানুষকে পুলিশ বাহিনীতে যোগদানে উৎসাহ জোগাবে বলে আমার বিশ^াস। আমরা চাই আরও বেশি সংখ্যক মানুষ পুলিশ কর্মকর্তা হওয়ার সুযোগ গ্রহণ করুক। এটাই আজকের ঘোষণার মূল বিষয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.