
এই গ্রীষ্মে টরন্টো বেশ কিছু সাশ্রয়ী বাড়ির নির্মাণকাজ বন্ধ রাখতে পারে। উন্নয়ন ফি কর্তন বাবদ রাজস্ব ক্ষতি কাটিয়ে উঠতে প্রদেশ অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি না পেলে এ অবস্থার সৃষ্টি হতে পারে।
এক প্রতিবেদনে এই সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, হারানো রাজস্ব পুষিয়ে দিতে কুইন’স পার্ক প্রতিশ্রুতি না দিলে সিটি কর্তৃপক্ষ হাউজিং নাওয়ের কাজ এগিয়ে নিতে পারবে না। এর মধ্যে কিছু প্রকল্পের কাজ ২০২৩ ও ২০২৪ সালে শুরু করার কথা রয়েছে। এর ফলে ২০৩১ সালের মধ্যে নগরীর ২ লাখ ৮৫ হাজার নতুন বাড়ি নির্মাণের যে লক্ষ্যমাত্রা তা পূরণ করা কঠিন হয়ে পড়বে।
প্রতিবেদনে সিটি কর্মীরা লিখেছেন, সামষ্টিক অর্থনৈতিক বিষয়, প্রাদেশিক আইনের পরির্বতন এবং সিএমএইচসি প্রোগ্রামের পরিবর্তন টরন্টোকে হাউজিং নাও উদ্যোগ এগিয়ে নেওয়া জন্য কঠিন করে তুলছে। এ ছাড়া অন্যান্য বাড়ির কাজও দূরহ করে তুলছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে সব স্তরের সরকারের আশু সহযোগিতা জরুরি।
নগরীর হাউজিং নাও পরিকল্পনা ২০১৯ সালে অনুমোদন করে সিটি কাউন্সিল। এর উদ্দেশ্য হলো সাশ্রয়ী বাড়ির বদলে ডেভেলপারদের সিটি মালিকানাধীন জমি ও অন্যান্য আর্থিক প্রণোদনা দেওয়া। সিটি কর্মীরা বলছে, ১০টি স্থানের পুনরায় জোনিং হলেও একটিরও নির্মাণকাজ শুরু হয়নি।
হাউজিং নাও উদ্যোগ যাতে গতি পায় সেজন্য বেশ কিছু সুপারিশ করেছেন সিটি কর্মীরা। তবে বিল ২৩ এর কারণে সিটি কর্তৃপক্ষ বছরে যে ১২ কোটি ডলার রাজস্ব হারাবে তা পুষিয়ে নিতে প্রদেশের পক্ষ থেকে প্রতিশ্রুতি না পাওয়া গেলে এ বছরের তৃতীয় প্রান্তিকে এসব প্রকল্পের কাজ বন্ধ রাখতে হবে।