মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
-0.7 C
Toronto

Latest Posts

অন্টারিওর রাস্তায় অনুমোদন পাচ্ছে তিন চাকার যান

- Advertisement -
নতুন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহনের ব্যাপারে প্রদেশের যে লক্ষ্যমাত্রা তা পূরণে ২০২৩ সালের বাজেটে প্রথমবারের মতো ধারণাটি উল্লেখ করা হয়

সড়কে তিন চাকার গাড়ির অনুমোদন দিতে আইন পরিবর্তন করতে যাচ্ছে অন্টারিও। নতুন, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহনের ব্যাপারে প্রদেশের যে লক্ষ্যমাত্রা তা পূরণে ২০২৩ সালের বাজেটে প্রথমবারের মতো ধারণাটি উল্লেখ করা হয়।

এর ফলে সিটি চাইলে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আরবান মোবিলিটি ভেহিকলস (ইউএমভিস) মিউনিসিপাল সড়কগুলোতে চলাচল করতে পারবে। ইউএমভি বলতে আঁটসাঁট আবদ্ধ ছোট যানবাহনকে বোঝানো হয়েছে। এর সর্বোচ্চ গতি থাকে সাধারণত ঘণ্টায় ৩২ কিলোমিটার এবং আসন থাকে একটি।

- Advertisement -

প্রস্তাব অনুযায়ী, এ ধরনের যানবাহন ফেডারেল মোটর ভেহিকল সেফটি অ্যাক্টের মানদ- পূরণ করে না। প্রাদেশিক সড়কগুলোতেও এগুলোর চলাচলের সুযোগ নেই। প্রকাশিত নীতিমালায় পরিবহন মন্ত্রণালয় বলেছে, এ ব্যাপারে অধিকতর সিদ্ধান্ত গ্রহণের আগে সড়কের অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে ইউএমভি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে। এটি বাস্তবায়িত হলে এর চালকরা ক্লাস জি লাইসেন্স পাবেন। সেই সঙ্গে মৌসুমভিত্তিক সীমাবদ্ধতা আরোপ করা হবে। কম্পালসারি অটোমোবাইল ইন্স্যুরেন্স অ্যাক্ট থেকেও অব্যাহতি পাবে এসব যানবাহন।
জনগণের মতামতের জন্য প্রস্তাবটি উন্মুক্ত রাখা হয়েছে এবং প্রদেশ কমিউনিটি সুবিধা ও নিরাপত্তা উদ্বেগ সম্পর্কে জানতে পারবে বলে আশা করছে।

অন্টারিও সেফটি লীগের প্রেসিডেন্ট ব্রায়ান প্যাটারসন বলেন, ইউএমভি যে গতিতে চলে তাতে এর নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। অনিরাপদ পরিবেশ তৈরির জন্য গতির ভিন্নতা সবসময়ই বড় বিষয়। আপনার যদি এমন একটি গাড়ি থাকে অন্যদের সঙ্গে যার গতির পার্থক্য অনেক বেশি তাহলে সেটা কাজের হবে না। উপযোগী অবকাঠামো ছাড়া এ ধরনের ছোট গাড়ির পরীক্ষা বেশ চ্যালেঞ্জিং। কোথায় আমরা এগুলো পার্ক করবো?

গল্ফ কারগুলো যাতে মিউনিসিপালিটিগুলোতে চলাচল করতে পারে সেই পরিবর্তনের প্রস্তাবও করেছে অন্টারিও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.