শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

স্কুল বোর্ডের ওপর সরকারের কর্তৃত্ব বাড়ছে

- Advertisement -
শিক্ষামন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, আমাদের স্কুলগুলো দারুণ কাজ করঠে বলে আমরা মনে করি। আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারি

শিক্ষা পদ্ধতি আধুনিকায়নের লক্ষ্যে নতুন আইন প্রস্তাব করেছে সরকার। আইনের আওতায় স্কুলের অব্যবহৃত জমি বিক্রি বা অন্যান্য অগ্রাধিকার যেমন আবাসনের জন্য কাজে লাগাতে পারবে সরকার।

দ্য বেটার স্কুলস অ্যান্ড স্টুডেন্টস আউটকামস অ্যাক্ট শীর্ষক বিলে এসব পরিবর্তনের রূপরেখা তৈরি করা হয়েছে। গণিত ও লিটারেসি শিক্ষা জোরদার করতে শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি নতুন এক হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়ার পরদিন বিলটি উত্থাপন করা হয়।

- Advertisement -

কর্মকর্তারা বলছেন, অন্টারিওর ৭২টি স্কুল বোর্ডে ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই আইনের লক্ষ্য। সেই সঙ্গে স্কুল বোর্ডের মূলধনী সম্পদ কীভাবে আরও উন্নতভাবে ব্যবস্থাপনা করা যায় সেটাও এর লক্ষ্যের মধ্যে রয়েছে। শিক্ষকদের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থা করেব এই আইন। পাশাপাশি শ্রমবাজার ও শিক্ষার চাহিদার ভিত্তিতে নিয়মিতভাবে পাঠ্যক্রম পর্যালোচনাও নিশ্চিত করবে এই আইন।

শিক্ষামন্ত্রী সোমবার সাংবাদিকদের বলেন, আমাদের স্কুলগুলো দারুণ কাজ করঠে বলে আমরা মনে করি। আমার মনে হয় আমরা আরও ভালো করতে পারি। আমার লক্ষ্য হচ্ছে আমাদের যে মানদ- রয়েছে সেটা আরও উন্নত করা। আমাদের শিশুদের আকাক্সক্ষাকে চারিয়ে দিতে হবে। এমন অনেক শিশু রয়েছে যারা সুযোগ সুবিধার বাইরে বসবাস করছে। আমাদের দেশ ও প্রদেশের অনেক শিশু আশা হারিয়ে ফেলছে। এতে তাদের কোনো ভুল নেই। আমরা আরও ভালো কিছু করতে পারি। স্কুলগুলোর উচিত এমন সব দক্ষতার ওপর জোর দেওয়া ও মনোযোগ নিবদ্ধ করা, তাদের বাবা-মার কাছে যেগুলোর গুরুত্ব আছে। এ ছাড়া এমন সব দক্ষতায় উৎকর্ষ আনা, যা তরুণদের সহায়তা করবে। তা সে তারা যে খাতেই থাক না কেন।

লেচি বলেন, এই পরিকল্পনায় মৌলিক বিষয়ের দিকে মনোযোগ রাখা হবে। তবে এ ব্যাপারে এর বেশি বলেননি তিনি। লেচি বলেন, এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (ইকিউএও) টেস্টের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি।

যদিও অন্টারিও পাবলিক স্কুল বোর্ডস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্যাথি আব্রাহাম টরন্টোকে বলেন, অ্যাকাডেমিক সাফল্য মূল্যায়নে কেন এই স্কোরকে ব্যবহার করা হচ্ছে সেটা আমার কাছে বোধগম্য নয়। বিশেষ করে মহামারিকে বিবেচনায় নিয়ে। পুরো দুই বছর মহামারির মধ্য দিয়ে কাটানোর পর ইকিএও স্কোর কম হলে কেন আমরা অবাক হবো। স্কুলে পড়ার অর্থ হলো গণিত, কোনো অনুচ্ছেদ পড়তে পারা ও লিখতে পারা। এবং এরপর একটি চাকরি পাওয়া।

দি এলিমেন্টারি টিচার্স’ ফেডারেশন অব অন্টারিওকে (ইটিএফও) পুরোপুরি অন্ধকারে রেখে রবি ও সোমবারের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, স্পষ্টভাবেই এটা তাদেরকে কোনো ধরনের বিবেচনায় না নেওয়া। সেই সঙ্গে তাদেরকে অসম্মান জানানো।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.