শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.6 C
Toronto

Latest Posts

ইসরায়েল ইস্যুতে সরকারের সমালোচনায় লিবারেল এমপি

- Advertisement -
জেরুজালেমে পুলিশের সহিংসতাকে কেন্দ্র করে ইসরায়েলের দক্ষিণপন্থী সরকারের ভূমিকা নিয়ে নিজ দলের সরকারের অবস্থানের সমালোচনা করেছেন লিবারেল এমপি সালমা জাহিদ

জেরুজালেমে পুলিশের সহিংসতাকে কেন্দ্র করে ইসরায়েলের দক্ষিণপন্থী সরকারের ভূমিকা নিয়ে নিজ দলের সরকারের অবস্থানের সমালোচনা করেছেন লিবারেল এমপি সালমা জাহিদ। তবে তার দল উদ্বেগ প্রকাশের বেশি কোনো ভূমিকায় যাওয়ার কোনো ইঙ্গিত দেয়নি।

স্থানীয় সময় বুধবার সকালে পুরোনো জেরুজালেম শহরের আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েসি পুলিশ। পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় এ সময়।
মুসলমানদের ব্যাটন দিয়ে ইসরায়েলি পুলিশের পেটানোর একটি ভিডিও টুইটারে পোস্ট করেন টরন্টোর লিবারেল এমপি সালমা জাহিদ। টুইটে তিনি লেখেন, সহিংসতার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিহুর উস্কানির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। কানাডা এ অবস্থায় বসে থাকতে পারে না এবং কেবল বিবৃতি দিয়েই দায় এড়াতে পারে না। মানবাধিকারের পক্ষে আমি উঠে দাঁড়াবো অথবা দাঁড়াবো না।

- Advertisement -

জাহিদের এই টুইটের কয়েক ঘণ্টা পর পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সহিংসতার নিন্দা করেন। তবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করেননি। জোলি লেখেন, আল-আকসায় ফিলিস্তিনী প্রার্থনারত মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পবিত্র স্থানের পবিত্রতার প্রতি আমাদের অবশ্যই সম্মান দেখাতে হবে। বিরোধীদের কঠোর অবস্থানে নিয়ে যায় ও শান্তির সম্ভাবনা বিনষ্ট করে এমন যেকোনো কর্মকা-ের বিরোধিতা আমরা করে যাবো।

একইসঙ্গে জোলি বলেন, গাজা থেকে ইসরায়েলিদের উদ্দেশে রকেট নিক্ষেপের নিন্দা জানাচ্ছে কানাডা। এটাই সম্ভবত মসজিদে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে।

জোলির সংসদীয় সচিব রব ওলিফ্যান্টও নামাজরত ফিলিস্তিনীদের ওাপর আক্রমণের নিন্দা জানিয়েছেন। এক্ষেত্রে সরাসরি ইসরায়েলি সরকারের নাম উল্লেখ করেছেন তিনি।

রব ওলিফ্যান্ট বলেন, সহিংসতার এই চক্রের অবশ্যই অবসান দরকার। ইসরায়েলি সরকারের উচিৎ দ্রুত শান্ত হওয়া এবং সমস্যার শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধানে সব পক্ষের কাজ করা উচিত।
আরও কিছু লিবারেল এমপি একই ধরনের বিবৃতি দিয়েছেন। তবে এনডিপি এমপিরা ইসরায়েলের ওপর অবরোধ আরোপের দাবি জানিয়েছেন। কনজার্ভেটিভ পার্টির সামনের সারির এমপিদের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ কানাডা বলেছে, কানাডাকে আরও বেশি কিছু করতে হবে। ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম বলেছে, আমরা সত্যিকারের পদক্ষেপ নেবো। এ ধরনের ঘটনা চলতে পারে না।
আগের সপ্তাহে নেতানিয়াহুর বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেলানি জোলি। বিচারকদের ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আনার প্রতিক্রিয়ায় ইসরায়েলজুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় কানাডা অবরোধের কথা চিন্তা করছে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি জোলি। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো কানাডার অধিকার গ্রুপগুলো ইসরায়েলের সঙ্গে অটোয়ার অস্ত্র চুক্তি বাতিলের দাবি জানিয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.