
অন্টারিওর সাবেক মন্ত্রী ও মিউনিসিপাল নেতা এখন দলটির নতুন প্রেসিডেন্ট। হ্যামিল্টনে অনুষ্ঠিত দলের সাধারণ সভার শেষ দিনে প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
সাবেক প্রিমিয়ার ক্যাথলিন উইনের অধীনে প্রাকৃতিক সম্পদ ও পরিবহন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন ম্যাকগেরি। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে ক্যাম্ব্রিজ রাইডিং থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। এরপর তিনি ক্যাম্ব্রিজের মেয়র নির্বাচিত হন। প্রথম মেয়াদের দায়িত্ব পালনশেষে দ্বিতীয়বার নির্বাচনে অংশ নিয়ে গত অক্টোবরে হেরে যান তিনি।
এছাড়া ড্যামিয়েন ও’ব্রায়েন অন্টারিও লিবারেল পার্টির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পঙ্কজ সাঁধু এবং কোষাধ্যক্ষ টিম শরথিল।
নতুন দলের প্রধান কাজগুলোর অন্যতম হবে নেতৃত্ব নির্বাচনের সময়সীমা ও নিয়ম তৈরি করা। পার্টি সদস্যরা শনিবার ডেলিগেটেড কনভেনশনের পরিবর্তে এক সদস্য এক ভোট পদ্ধতির পক্ষে ভোট দেন।