
আইনসভা সংস্কারের পথে আরেক ধাপ এগিয়ে গেল অন্টারিও। কারণ, সংস্কারকাজ দেখভালের জন্য মঙ্গলবার নতুন একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।
লেজিসলেচার বিষয়ক মন্ত্রী পল ক্যালান্ড্রা কুইন’স পার্ক রেস্টোরেশন সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা সংক্রান্ত বিলটি উত্থাপন করেন। এতে বলা হয়েছে, এটা এমন একটি ভিত্তি তৈরি করবে যার ওপর দাঁড়িয়ে সমন্বিত এবং দীর্ঘদিন জমে থাকা সংস্কার কাজগুলো সম্পন্ন করা হবে।
ক্যালান্ড্রা এক সাক্ষাৎকারে বলেন, এই সংস্কার নিয়ে সংসদ সদস্যদের কথা বলা নিশ্চিতে সহায়তা করবে এ উদ্যোগ। সেই সঙ্গে সরকারের আর্থিক স্বচ্ছতাও নিশ্চিত হবে, এই সংস্কারের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ।
বিলটি পাস হলে সংস্কারকাজ চলাকালে আইনসভা অস্থায়ী একটি ভবনে স্থানান্তরও করা হতে পারে। ক্যালান্ড্রা বলেন, স্থানটি একই এলাকায় হতে পারে। সিটি অব টরন্টোর কাছে কী আছে আমরা তা জাতে চেয়েছি। এখানে কেবল আয়তনের বিষয়টি জড়িত নয়। নিরাপত্তা, প্রবেশগম্যতা, পার্কিং সুবিধার মতো বিষয়গুলোও জড়িত। এটাকে বড় ধরনের চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমরা এটা করতে পারবো। আমাদের লক্ষ্য হচ্ছে আরেকটি ভবন, একটি অস্থায়ী ভবন, যেখানে পরবর্তী সংসদ বসবে।
কুইন’স পার্ক নামে পরিচিত ভবনটি ১৩০ বছরের পুরোনো। ভবনের দেওয়ালের লেড পাইপ ও অ্যাজবেস্টস, পুরোনো তারের জঞ্জাল, অদক্ষ স্টিম হিটিং সিস্টেম নিয়ে ভবনের দায়িত্বে থাকা কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। অগ্নিনির্বাপন ব্যবস্থাও আধুনিকায়ন করার পরামর্শ দিয়েছেন তারা। এ ধরনের প্রকল্প সমাপ্ত করতে সাধারণত আট বছরের মতো সময় লাগে। আইনসভা মেরামতের মধ্য দিয়ে চলছে। যদিও ১০ বছর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রধান সব সিস্টেমের পুরোপুরি প্রতিস্থাপন দরকার। সেই সঙ্গে উন্নত অগ্নি প্রতিরোধ, ইলেক্ট্রিক্যাল, আইটি, প্লাম্বিং, হিটিং ও কুলিং ব্যবস্থারও প্রয়োজন।
উল্লেখ্য, আইনবলে সংসদে সরকারি দলের নেতা হিসেবে ক্যালান্ড্রা নতুন মন্ত্রণালয়েরও মন্ত্রী হবেন।