
গত অর্থবছরের আর্থিক অনিয়ম তদন্ত করে দেখছে বলে জানিয়েছে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন (টিএমএসইউ)। টিএমএসইউয়ের প্রেসিডেন্ট মেরিনা জার্জেস সিটিভি নিউজ টরন্টোকে বলেন, ব্যয় নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সঙ্গে পূর্ববর্তী নির্বাহীরা সম্পৃক্ত।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি। তাই এই মুহূর্তে অনিয়মের সঙ্গে জড়িত অর্থের পরিমাণ নিয়ে মন্তব্য করার অবস্থানে আমি নেই। কারণ, এর ফলে আইনী পদক্ষেপ বিঘিœত হতে পারে।
ডাউনটাউন টরন্টোর এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন গত বছরের আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ মোকাবিলা করছে। বিশ^বিদ্যালয়ের পত্রিকা দ্য আইওপেনার ২০১৯ সালে এক প্রতিবেদনে উল্লেখ করে, স্টুডেন্ট ইউনিয়নে ক্রেডিট কার্ডের মাধ্যমে আট মাসে আড়াই লাখ ডলারের বেশি খরচ করেছে। এ ঘটনায় গ্রুপের দুই নির্বাহীকে বরখাস্ত করা হয়।
এক বছর পর বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্টুডেন্ট ইউনিয়নটি যে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত স্টুডেন্ট গভর্নমেন্ট নয় সেই কঠিন সিদ্ধান্ত গ্রহণে তারা বাধ্য হচ্ছে।
জার্জেস বলেন, আরও তথ্য প্রকাশের অনুমোদন পাওয়ার পর সদস্যপদ নবায়নের পরিকল্পনা রয়েছে ইউনিয়নের।