
হেলথ ট্রান্সফার নিয়ে ফ্রাসোয়াঁ লেগুর দর-কষাকষিকে ব্যর্থ বলে অভিহিত করেছেন বিরোধীরা। অটোয়া প্রস্তাব উপস্থাপনের পরদিনই এই সমালোচনা করা হলো। তারা বলছেন, যা প্রয়োজন তার এক-ষষ্ঠাংশ মোটেই যথেষ্ট নয়।
লিবারেল নেতা মার্ক ট্যাঙ্গুয়া জাতীয় পরিষদে লেগুর উদ্দেশে বলেন, আপনি সরে দাঁড়ান প্রিমিয়ার এবং আমাদের অর্থ সংগ্রহ করুন।
সমালোচকরা বলছেন, মঙ্গলবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দর-কষাকষির পর লেগু ও অন্য প্রিমিয়াররা বেরিয়ে আসেন এবং তারা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন বলে মনে হয়েছে।
বুধবার বিরোধীরা তাকে জানিয়ে দেন যে, তার হাল ছেড়ে দেওয়া চলবে না। লিবারেল হেলথ ক্রিটিক আন্দ্রে ফর্টিন বলেন, আমি কিছুটা লড়াই আশা করেছিলাম।
ফেডারেল সরকার প্রদেশগুলোকে আগামী এক দশকে ১৯ হাজার ৬১০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে। এর মধ্যে ৪ হাজার ৬২০ কোটি ডলরা নতুন তহবিল। কিন্তু প্রিমিয়াররা যা দাবি করে আসছেন এটা তার মাত্র এক-ষষ্ঠাংশ।
লেগু বলেন, একেবারে না পাওয়ার চেয়ে এটা ভালো। কিন্তু এটা যথেষ্ট নয় অবশ্যই। আড়াই বছর ধরে আলোচনার পরও ট্রুডোই সমঝোতাই আসতে পারেননি।
পার্টি কুইবেকোয়িস এজন্য ফেডারেল সরকারকে দায়ী করেছে। দলের নেতা সেন্ট-পিয়েরে প্ল্যামোন্ডন বলেন, আমাদেরকে প্রকৃত ঘটনার দিকে তাকানো প্রয়োজন বলে আমি মনে করি। এখানে সত্যিকারের সমাধান হয়েছে মাত্র একটি এবং তা হলো সিদ্ধান্ত নিতে হবে আমাদেরই।
কুইবেক সলিডেয়ার বলেছে, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা ও অস্ত্রোপচারের দীর্ঘ অপেক্ষমাণ তালিকা এবং ক্যানসার চিকিৎসার চাহিদার কথা ভেবে একে কেবল পরিহাসের বললে যথেষ্ট বলা হবে না, এটা অপমানকরও।
কুইবেক সলিডেয়ারের হেলথ ক্রিটিক ভিনসেন্ট মারিসাল বলেন, সত্যি কথা বলতে, ফ্রাসোয়াঁ লেগু অটোয়াতে কী করেছেন তা আমার বোধগম্য হয়নি। তার একটা দায়িত্ব ছিল এবং তিনি তাতে ব্যর্থ হয়েছেন।
কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিয়ান দুবে বলেছেন, অটোয়ার প্রস্তাব যাই হোক, কুইবেক তাদের দাবি থেকে সরে আসবে না। ২০২৫ সালের মধ্যে তার স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে।