
আইনজীবীদের জন্য আদিবাসী বিষয়ক কোর্স গ্রহণের শর্ত সমুন্নত রাখার পক্ষে দাঁড়িয়েছে আলবার্টার আইনজীবী সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ব্যবস্থা কানাডার অন্যান্য অঞ্চলে বহাল আছে এবং এর আইনগত ভিত্তিও রয়েছে
টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির অসগুড হল ল স্কুলের ট্রেভর ফারো বলেছেন, বিশেষ কোনো বিষয়ে শিক্ষা অব্যাহত রাখা সারাদেশে আইনজীবী সমিতিগুলোর জন্য সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছ। সাংস্কৃতিক সচেতনা এর মধ্যে অন্যতম।
ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়ার ল স্কুলের জেরেমি ওয়েবার বলেন, আইন অব্যাহতভাবে পরিবর্তীত হচ্ছে। এটা নিশ্চিত করা এইজন্য প্রয়োজন যে, আইনজীবীরা তাদের ক্ষেত্রের মধ্যে চর্চা অব্যাহত রাখবেন না। যেমনটা ছিল ১৯৮০ এর দশকে।
সদস্যদের ধারাবাহিক শিক্ষা চালিয়ে যাওয়ার সামর্থ্য রোহিতের বিষয়ে ল সোসাইটি অব আলবার্টা সোমবার ভোটভুটির আয়োজন করবে। পাঁচ পর্বের আদিবাসী ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ৫১ জন আইনজীবীর উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে এই ভোটাভুটির আয়োজন।
স্বাক্ষরকারীদের একজন গ্লেন ব্ল্যাকেট এই কোর্সকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত আখ্যায়িত করে একে কানাডার আইন ব্যবস্থার মূলে সংক্রমণ ঘটানো ক্যানসারের সঙ্গে তুলনা করেছেন।
অন্য স্বাক্ষরকারী বলেছেন, কোর্সের এই শর্ত কর্তৃত্ববাদী চিনে তাদের শৈশবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ফারো বলেন, উদ্বেগের বিষয়টি আমি বুঝতে পারি।
আইনজীবী সমিতির আদিবাসী বিষয়বস্তুর ভিত্তিতে কোর্স গ্রহণ যেসব প্রদেশে বাধ্যতামূলক ব্রিটিশ কলাম্বিয়া সেগুলোর অন্যতম। স্বনিয়ন্ত্রিত অন্যান্য পেশায়ও তাদের সদস্যদের অব্যাহতভাবে তাদের যোগ্যতা হালনাগাদ করতে হয়। যেমন আলবার্টার অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড জিওসায়েন্টিস্টসের সদস্যদের প্রতি তিন বছরে নির্দিষ্ট সংখ্যক ক্লাসে অংশ নিতে হয়। একই কোর্স সবাইকে নিতে হয় এমনটা নয়। এজন্য তাদেরকে বিকল্প দেওয়া হয়ে থাকে।
উল্লেখ্য, আলবার্টায় ১১ হাজার আইনজীবী রয়েছেন।