
অন্টারিও নার্স ও চিকিৎসক নিয়োগে অগ্রাধিকার দিতে যাচ্ছে। পাশাপাশি ফেডারেল সরকারের সঙ্গে সম্ভাব্য নতুন স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় অনিষ্পন্ন অস্ত্রোপচারের স্তুপ কমাতে বিনিয়োগও করা হবে বলে জানিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড।
কানাডা হেলথ ট্রান্সফারে পরিবর্তন নিয়ে আলোচনার জন্য এই মাসেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বসতে যাচ্ছেন কানাডার সব প্রিমিয়ার। দেশজুড়ে স্বাস্থ্যসেবা ব্যয়ের ৩৫ শতাংশ অটোয়া বহন করুক এমনটাই চান প্রিমিয়াররা। বর্তমানে স্বাস্থ্যসেবা ব্যয়ের ২২ শতাংশ বহন করে অটোয়া।
ডগ ফোর্ড বলেন, যেসব অগ্রাধিকারের কথা বলা হচ্ছে নতুন করে নার্স ও চিকিৎসক নিয়োগ অথবা অনিষ্পন্ন অস্ত্রোপচারের স্তুপ কমাতে আমাদের সঙ্গে কাজ করা তার মধ্যে কয়েকটি মাত্র। লং-টার্ম কেয়ার এবং হোম কেয়ারে অর্থ বরাদ্দের কথাও ভাবছে প্রদেশ। আমরা এ নিয়ে ফেডারেল সরকারের সঙ্গে দর-কষাকষি করবো এবং সেটা কঠোরভাবেই করবো। এ ব্যাপারে একটি চুক্তিতে উপনীত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তহবিল আসবে স্বাস্থ্য উপাত্ত বিনিময় ও জাতীয় ডেটাবেজের ফলাফলের ভিত্তিতে।
ফোর্ড বলেছেন, কিছু শর্তের সঙ্গে তিনি একমত এবং অর্থ ব্যয়ের ব্যাপারে প্রদেশ স্বচ্ছ ও দায়বদ্ধ থাকবে।
আগামী ৭ ফেব্রুয়ারি প্রিমিয়াররা ট্রুডোর সঙ্গে বসতে যাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন, তৎক্ষণাৎ কোনো চুক্তি হবে না। দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে প্রত্যেক প্রদেশের সঙ্গে তিনি কাজ করবেন।
হিসাব অনুযায়ী, স্বাস্থ্যসেবা ব্যয়ের ৩৫ শতাংশ ফেডারেল সরকারকে বহন করতে হলে প্রদেশগুলোকে অতিরিক্ত ৩ হাজার কোটি ডলার দিতে হবে। এই লক্ষ্যমাত্রা পূরণে কোনো কথা দেননি ট্রুডো। যদি তিনি কথা দেনও তাহলে তা হবে পর্যায়ক্রমে এবং কয়েক বছরের মধ্যেই তা ৩৫ মতাংশে উন্নীত হবে না।
আলোচনা হচ্ছে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত নিয়ে এবং কমপক্ষে ১০ বছর হতে পারে। বর্তমানে অর্থবছরে অটোয়া স্বাস্থ্যসেবা ব্যয় বাবদ প্রদেশগুলোকে ৪ হাজার ৫২০ কোটি ডলার দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৪ হাজার ৯৪০ কোটি ডলারে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যমান চুক্তি অনুযায়ী, উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে এই অংক বছরে ৩ শতাংশ বা তার কিছু বৃদ্ধি পায়।