শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
0 C
Toronto

Latest Posts

জ্বালানি মজুদে জোর অন্টারিওর

- Advertisement -
জ্বালানি মন্ত্রী টড স্মিথ ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করতে আইইএসওকে নির্দেশনা দিয়েছেন

জ্বালানি সরবরাহ যাতে বিঘিœত না হয় সে চেষ্টা করছে অন্টারিও এবং অধিক বিদ্যুৎ নিশ্চিত করতে জ¦ালানি মজুদে জোর দিচ্ছে। গ্রিডের জন্য এটা তুলনামূলক অল্প পরিচিত সমাধান, যার ফলে বাড়িতে জ্বালানি ব্যবহার বদলে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বৈদ্যুতিক গাড়ি ও উৎপাদন খাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় প্রদেশের সার্বিক জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে। অন্টারিওর সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি মোট বিদ্যুতের ১৪ শতাংশের জোগান দিয়ে থাকে, যা অবসায়নের পথে রয়েছে এবং আরেকটি ইউনিট মেরামত করা হচ্ছে। সরকার পিকারিং নিউক্লিয়ার জেনারেটিং স্টেশনের মেয়াদ বাড়াতে চাইছে। সেই সঙ্গে বিদ্যুতের জন্য কুইবেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির পাশাপাশি সংরক্ষণ কর্মসূচির পরিকল্পনা করছে। পাশাপাশি চাহিদা ও জোগানের মধ্যে বাড়তে থাকা ঘাটতি পূরণে প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরতা বাড়াচ্ছে।

- Advertisement -

ইন্ডিপেন্ডেন্ট ইলেক্ট্রিসিটি সিস্টেম অপারেটরের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুতের সুবিধঅ হলো চাহিদা অনুযায়ী এর উৎপাদন দ্রুত বাড়ানো বা কমানো সম্ভব হয়। জ¦ালানি মজুদও একই নমনীয়তা দিয়ে থাকে।

জ্বালানি মন্ত্রী টড স্মিথ ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করতে আইইএসওকে নির্দেশনা দিয়েছেন। সেই সঙ্গে পরিচ্ছন্ন প্রযুক্তিভিত্তিক আরও ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করতে বলেছেন, জ¦ালানি মজুদ এর মধ্যে অন্যতম।

স্মিথ এক সাক্ষাৎকারে বলেন, উত্তর আমেরিকার মধ্যে এটাই জ্বালানির সবচেয়ে বৃহৎ সক্রিয় ক্রয়। একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই এবং তা হচ্ছে যতটা সম্ভব পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা। সেই সঙ্গে নির্ভরযোগ্য সাশ্রয়ী ও পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.