শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.1 C
Toronto

Latest Posts

আন্তর্জাতিক নার্স নিবন্ধনে গতি আনায় সম্মতি

- Advertisement -
স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স গত মাসে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত পেশাজীবীদের নিবন্ধন দ্রুত করতে পরিকল্পনা তৈরি করতে কলেজ অব নার্সেস অব অন্টারিওকে নির্দেশনা দিয়েছিলেন

আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত হাজারো নার্স যাতে দ্রুত অন্টারিওতে কাজ শুরু করতে পারেন যেজন্য বিদ্যমান নিয়ন্ত্রণ কাঠামোয় পরিবর্তন আনতে নার্সিং কলেজগুলোকে অনুমতি দিয়েছে প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী সিলভিয়া জোন্স গত মাসে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত পেশাজীবীদের নিবন্ধন দ্রুত করতে পরিকল্পনা তৈরি করতে কলেজ অব নার্সেস অব অন্টারিওকে নির্দেশনা দিয়েছিলেন। নার্স স্বল্পতা প্রদেশজুড়ে জরুরি বন্ধ করতে বাধ্য করার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন তিনি।

কলেজের প্রস্তাব ছিল, পূর্ণাঙ্গ নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের সাময়িক সময়ের জন্য নিবন্ধন দেওয়া। পূর্ণাঙ্গ নিবন্ধনের জন্য শিক্ষা ও পরীক্ষা সম্পূর্ণ করতে হয়। এছাড়া অন্টারিওতে বসবাসরত কাজে না থাকা ৫ হাজার ৩০০ নার্স চাইলে তাদের শ্রমশক্তিতে ফেরার প্রক্রিয়াটি সহজ করার প্রস্তাবও দেয় তারা। বর্তমান নিয়মে কোনো নার্সকে পেশায় ফিরতে হলে তিন বছরের বেশি আগে কাজ ছাড়া যাবে না।
সিলভিয়া জোন্স এখন দ্রুততম সময়ের মধ্যে এসব সুপারিশ বিধি হিসেবে খসড়া করতে বলছেন। তিনি বলেন, সংশোধনীগুলো সরকার অনুমোদন করবে বলেই আমার প্রত্যাশা। এর ফলে কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্স ও এই পরিবর্তনের ফলে সুবিধা অন্য আবেদনকারীদের নিবন্ধন শুরু করতে পারবে।

- Advertisement -

কলেজ বলছে, এই পরিবর্তন অন্টারিওতে বসবাসকারী ৫ হাজার ৯৭০ জন নার্সকে কাজে ফিরতে সহায়তা করবে। তবে ঠিক কতজন নার্স এর ফলে সুবিধা পাবে, সে সংখ্যাটি সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছেন জোন্স।

সাময়িক নিবন্ধিত নার্সরা একজন রেজিস্টার্ড প্র্যাক্টিক্যাল নার্স, একজন রেজিস্টার্ড নার্স অথবা নার্স প্র্যাক্টিশনারের তত্ত্বাবধানে থাকবেন। কলেজ অব নার্সেস অব অন্টারিওর একজন মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহযোগিতার ভিত্তিতে মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় এবং দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে তাদের পরামর্শগুলোকে জোন্সের স্বীকৃতি দেওয়া আশাব্যঞ্জক।

কলেজের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সিলভিয়া জোন্স গত মাসে আন্তর্জাতিক নার্সদের শিক্ষার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রীর এই ভূমিকাকে স্বাগত জানিয়েছেন রেজিস্টার্ড নার্সেস’ অ্যাসোসিয়েশন অব অন্টারিও। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী নিয়োগ ও ধরে রাখার কৌশল নির্ধারণে সরকারকে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের নিবন্ধনের প্রক্রিয়া দ্রুত করার পদক্ষেপের বিষয়টি জানতে পেরে আমরা আনন্দিত। বেশ কিছুদিন ধরেই আমরা এটা বলে আসছি এবং অনেকেই বছরের পর বছর নিবন্ধনের জন্য অপেক্ষা করে আছেন। অন্টারিওর নার্স সংকট মোকাবেলায় সামনের সারির কর্মী হিসেবে তাদেরকে আমাদের খুব বেশি প্রয়োজন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.