বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

অন্টারিওর স্পোর্টস-বেটিংয়ের রাজস্ব ১৬২ মিলিয়ন ডলার

- Advertisement -
ফাইল ছবি

অন্টারিওতে স্পোর্টস-বেটিং চালু হওয়ার পর প্রথম তিন মাসে ১৬ কোটি ২০ লাখ (১৬২ মিলিয়ন) ডলার রাজস্ব আয় করেছে। যদিও তা আমেরিকান গেমিং অঞ্চলগুলোর তুলনায় বেশ কম।

প্লেকানাডাডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক ডেভ ব্রিগসের তথ্য অনুযায়ী, মার্কিন মুদ্রায় হিসাব করলে প্রথম প্রান্তিকের রাজস্ব দাঁড়ায় প্রায় ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা প্রতিষ্ঠিত গেমিং অঞ্চল নিউ জার্সি (৫৫৭ মিলিয়ন ডলার), পেনসিলভানিয়া (৫২১ মিলিয়ন ডলার) ও মিশিগানের (৪৬৬ মিলিয়ন ডলার) চেয়ে কম। এসব অঞ্চলের অনলাইন স্পোর্টস বেটিং ও ক্যাসিনো রয়েছে।
ব্রিগস বলেন, অন্টারিওর রাজস্ব এসব অঞ্চলের অর্ধেক হবে বলে আমার ধারণা থাকলেও হয়েছে এক-চতুর্থাংশ। চালুর পর প্রথম তিন মাস অবশ্যই এর একটা কারণ। তারা কেবল শুরু করেছে এবং সবাই এতে অংশ নেয়নি। প্রতিষ্ঠিত এই তিনটি অঞ্চলের কোনোটির প্রতিদ্বন্দ্বী হবো, সেটা আমি ভাবিনি। কিন্তু অন্টারিওতে আমাদের প্রতিষ্ঠিত জুয়া শিল্প রয়েছে এবং জনসংখ্যা ১ কোটি ৫০ লাখ। সুতরাং এটা একেবারেই নতুন বাজার সেটা ভাবার সুযোগ নেই। বাজারটি ছোটোও নয়।

- Advertisement -

স্পোর্টস-বেটিং থেকে নিউ জার্সি যে পরিমাণ রাজস্ব আয় করেছে, অন্টারিওর পরিমাণটা তার মাত্র ২২ শতাংশ। আর পেনলিভানিয়ার ২৪ এবং মিশিগানের রাজস্বের ২৭ শতাংশ। যদিও অন্টারিওর জনসংখ্যা এদের প্রতেক্যের চেয়ে বেশি। পেনসিলভানিয়ায় বসবাস করে ১ কোটি ৩০ লাখ, মিশিগানে ১ কোটি এবং নিউ জার্সিতে ৯০ লাখ মানুষ।

প্লেকানাডাডটকম ওয়েবসাইট কানাডায় স্পোর্টস-বেটিং ও অনলাইন গেমিং সংক্রান্ত খবর, বিশ্লেষণ ও গবেষণা প্রকাশ করে থাকে। অন্টারিওর স্পোর্টস-বেটিং শিল্প পুরোদমে চালু হয় ৪ এপ্রিল। আইগেমিং অন্টারিও (আইগোÑ প্রথমবারের মতো ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.