বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

অর্থের বিনিময়ে প্লাজমা সংগ্রহের চিন্তা

- Advertisement -
দাতাকে অর্থের বিনিময়ে প্লাজমা সংগ্রহের উদ্দেশে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে কানাডিয়ান ব্লাড সার্ভিসেস

দাতাকে অর্থের বিনিময়ে প্লাজমা সংগ্রহের উদ্দেশে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছে কানাডিয়ান ব্লাড সার্ভিসেস। মজুদ কমে যাওয়ায় এ উদ্যোগ নিচ্ছে তারা। রক্ত সংগ্রহকারী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিষয়টি নিয়ে তারা সরকার ও প্লাজমা ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

যদিও কানাডিয়ান ব্লাড সার্ভিসেস এর আগে এই বলে সতর্ক করে দিয়েছিল যে, কোম্পানিগুলোকে অর্থের বিনিময়ে প্লাজমা ব্যবসার সুযোগ দিলে স্বেচ্ছায় দাতারা এ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও এবং কুইবেকে এ ধরনের চর্চা নিষিদ্ধ।

- Advertisement -

অলাভজনক প্রতিষ্ঠান কানাডিয়ান ব্লাড সার্ভিসেসের প্লাজমার বেশিরভাগ সরবরাহ আসে দেশের বাইরে থেকে। এমনকি যেসব সংস্থা দাতাকে অর্থ পরিশোধ করে তাদের মাধ্যমেও প্লাজমা পেয়ে থাকে তারা। এ সপ্তাহের গোড়ার দিকে তারা দাতাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুরোধ জানিয়েছিল। অস্ত্রোপচার, ক্যান্সার রোগী ও দুর্ঘটনার শিকার ব্যক্তিদের জন্য প্লাজমার চাহিদা বৃদ্ধি সত্ত্বেও ১ জুলাই থেকে সংস্থাটির সংগ্রহ কমছে।

যেসব ব্যক্তি নিয়মিত রক্ত দিয়ে থাকেন কোভিড-১৯ মহামারির সময় তাদের সংখ্যা ৩১ হাজার কমে গেছে, যা সংস্থাটির দাতাভিত্তি এক দশকের মধ্যে সর্বনি¤েœ নামিয়ে এনেছে। গতে কয়েক বছরে সংস্থাটি নতুন পাঁচটি প্লাজমা দান সেন্টার চালু করেছে। ২০২৪ সালের মধ্যে আরও ছয়টি সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্য দিয়ে মোট প্লাজমার ২৫ শতাংশ কানাডিয়ান দাতাদের কাছ থেকে সংগ্রহ করতে চায় সংস্থাটি।

কানাডিয়ান ব্লাড সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, এটা কেবল আমাদের অর্ধেক পথে নিয়ে যাবে। আমাদের প্রয়োজন আরও বেশি।
অর্থের বিনিময়ে রক্ত সংগ্রহ করা হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদেশকে দেওয়া হয়েছে। তবে ইমিউনোগ্লোবুলিনের মতো প্লাজমা প্রোটিন যাতে

রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি রয়েছে তা হাসপাতালে পাঠানোর আগে অবশ্যই হেলথ কানাডার অনুমোদন নিতে হবে।
হেলথ কানাডা এর আগে বলেছিল, কানাডিয়ান ব্লাড সার্ভিসেস এবং হেমা-কুইবেককে এই ধরনের প্লাজমা প্রোটিন বিতরণের অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং কোনো বেসরকারি কোম্পানির প্লাজমা দিতে হলে এই ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে এবং একটি বাণিজ্যিক চুক্তির প্রয়োজন হবে।

কানাডিয়ান ব্লাড সার্ভিসেস জানায়, তাদের কাছে মাত্র চারদিনের ‘ও’ পজিটিভ এবং পাঁচদিনের ‘ও’ নেগেটিভ ও ‘বি’ নেগেটিভ রক্তের মজুদ রয়েছে।
সংস্থাটি বলছে, মহামারির আগে ৪ লাখ দাতা নিয়মিত রক্ত দিতেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.