মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.9 C
Toronto

Latest Posts

অপরিবর্তিত কানাডার অর্থনৈতিক প্রবৃদ্ধি

- Advertisement -
আরবিসির সহকারী প্রধান অর্থনীতিবিদ নাথান ইয়ানজেন

মে মাসে কানাডার অর্থনীতি একইরকম রয়েছে। কারণ, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরবরাহ বিশৃঙ্খলার মধ্যে থাকায় ও সুদের হার বৃদ্ধি পাওয়ায় প্রবৃদ্ধিতে শ্লথতা চলছে। যদিও সুদের হার বৃদ্ধির বিদ্যমান এই চক্র হেমন্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

স্ট্যাটিস্টিকস কানাডার হিসাবে, কানাডার প্রকৃত মোট দেশজ উৎপাদন মে মাসে অপরিবর্তিত ছিল। যদিও এপ্রিলে জিডিপি দশমিক ৩ শতাংশ প্রসারিত হয়েছিল। সেবা খাতের যে প্রবৃদ্ধি তা পণ্য উৎপাদন খাতের শ্লথতায় মিইয়ে গেছে।

- Advertisement -

আরবিসির সহকারী প্রধান অর্থনীতিবিদ নাথান ইয়ানজেন বলেন, অর্থনীতি দীর্ঘমেয়াদী উৎপাদন সক্ষমতার সংকটের মধ্যে পড়ে গেছে। এর কারণ মূলত চলমান শ্রমিক সংকট। প্রবৃদ্ধি কমবে বলে আমরা ধারণা করছি। এর একটা কারণ হতে পারে, অর্থনীতি এখনও যথেষ্ট পরিমাণে শক্তিশালীর অবস্থায় রয়েছে। মহামারি থেকে অর্থনীতির পুনরুদ্ধার ধারণার চেয়ে বেশি গতিতে হয়েছে।

প্রাক্কলন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ। আগের তিন মাসে যা ছিল ৩ দশমিক ১ শতাংশ। মহামারির শুরুর দিকে ব্যাপক ধাক্কা খাওয়ার পরও ২০২১ সালের নভেম্বরে প্রকৃািত জিডিপি মহামারি পূর্ববর্তী সময়কে অতিক্রম করে যায়।

ইয়ানজেন বলেন, ধারণার চেয়ে বেশ আগেই আমরা অর্থনৈতিক চক্রের খুবই শক্তিশালী অবস্থানে পৌঁছেছি।

ব্যাংক অব কানাডার পরবর্তী সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত কী হবে কানাডার অর্থনীতির শক্তিই তা বলে দেবে। গত মাসের গোড়ার দিকে কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদের হার ১ শতাংশীয় পয়েন্ট বাড়ায়, ২০ বছরেরও বেশি সময়ের মধ্যেই এটাই সুদের হারের সর্বোচ্চ বৃদ্ধি।

সিআইবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এন্ড্রু গ্রান্থাম বলেন, দ্বিতীয় প্রান্তিকে ভালো প্রবৃদ্ধি হলে ব্যাংক অব কানাডা সেপ্টেম্বরে আরেক দফা বড় পরিসরে সুদের হার বাড়ানোর কথা ভাবতে পারে।

৭ সেপ্টেম্বর ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধি সংক্রান্ত পরবর্তী ঘোষণা দেবে। বর্তমানে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ১ শতাংশ, যা ৩৯ বছরের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থনীতিতে চাহিদা কমাতে ঋণকে ব্যয়বহুল করার প্রক্রিয়া তারা অব্যাহত রাখবে। এর ফলে মন্দা এড়িয়ে মূল্যস্ফীতি নেমে আসবে বলে ধারণা করছে তারা।
ইয়ানজেন বলেন, সেপ্টেম্বরে সুদের হার অর্ধ শতাংশীয় পয়েন্ট বাড়ানো হতে পারে। সুদের হার কমানো শুরু করার আগ পর্যন্ত ব্যাংক অব কানাডা নীতিনির্ধারণী সুদের হার ৩ দশমিক ২৫ শতাংশে উন্নীত করবে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.