
অন্টারিও লিবারেল ককাস ওটাওয়ার বিধায়ক জন ফ্রেজারকে দলের অন্তর্বর্তী নেতা নির্বাচিত করেছে। ফ্রেজার স্টিভেন ডেল ডুকার স্থলাভিষিক্ত হবেন, যিনি গত মাসে প্রাদেশিক নির্বাচনের পর পদত্যাগ করেছিলেন।
ফ্রেজার আগেই বলেছেন যে অন্তর্বর্তী পদে নিযুক্ত হলে তিনি লিবারেল পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে পার্টির পরাজয়ের পর ক্যাথলিন উইন পদত্যাগ করার পরে তিনি লিবারেল পার্টির অন্তর্বর্তী নেতাও ছিলেন।
ডেল ডুকাকে ২০২০ সালে লিবারেল পার্টির নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল এবং ফ্রেজার তখন থেকে অন্টারিও হাউস অফ কমন্সের স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন।
৩ আগস্ট ফ্রেজারকে অনুমোদন দেবার জন্য পার্টির ভোটিং বডিতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।