বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
7.1 C
Toronto

Latest Posts

সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাতিল করছেন না ম্যাকলেম

- Advertisement -
গভর্নর টিফ ম্যাকলেম

সুদের হার বৃদ্ধি নিয়ে কঠিন কথাবার্তার মধ্য দিয়ে বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। কানাডার নাগালের বাইরে চলে যাওয়া মূল্যস্ফীতির হারকে লাগাম দিতে কানাডার কেন্দ্রীয় ব্যাংকও যে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাতিল করছে না একই দিনে সে কথা জানিয়ে দিয়েছেন গভর্নর টিফ ম্যাকলেম।

ওয়াশিংটন ডিসি থেকে বৃহস্পতিবার ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ম্যাকলেম। সেখানে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ^ব্যাংক গ্রুপ এবং জি৭ জি২০ভুক্ত দেশগুলোর গভর্নর ও অর্থ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। গত সপ্তাহেই সুদের হার ১ শতাংশ বৃদ্ধির পর একবারেই আরও ৫গ পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। যতটা প্রয়োজন ততটা বাড়ানোর প্রস্তুতি নিয়ে রেখেছেন বলেও তিনি জানান।

- Advertisement -

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বৃহস্পতিবার বলেন, মে মাসে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সুযোগ রয়েছে। মুল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছে যাওয়ায় একজন ফেড সদস্য সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পরামর্শ দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

উত্তর আমেরিকায় লেনদেন দিবসের শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচকে ১ দশমিক ৫ শতাংশ পতন হয়। পাওয়েলের মন্তব্যের পর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের লেনদেন শেষ হয় ১ শতাংশেল বেশি পতন দিয়ে। আর প্রযুক্তি কোম্পানি আধিপত্যকারী নাসডাকের পতন হয় ২ শতাংশ।

সিআইবিসি সম্পদ ব্যবস্থাপনার পোর্টফোলিও ব্যবস্থাপক ক্রেইগ জেরুসালিম অবশ্য ব্যাংক অব কানাডার সুদের হার একবারেই ৫০ বেসিস পয়েন্টের বেশি বাড়ানোর সম্ভাবনা দেখছেন না। তিনি বলেন, এক্ষেত্রে এরই মধ্যে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে। তাই আমার মনে হয়, ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি অধিক যুক্তিসঙ্গত হবে।

টিডি সিকিউরিটিজের কুশলী অ্যান্ড্রু কেলরভিন এক সাক্ষাৎকারে বলেন, অর্থনীতিতে সামান্য বা আদৌ কোনো শ্লথ গতি না দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ৫০ বেসিস পয়েন্টের বেশি বর্ধিত করতে পারে।
কানাডায় মূল্যস্ফীতির হার মার্চে ৬ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, তিন দশকের মধ্যে যা সর্বোচ্চ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.