
কানাডিয়ান আর্মফ ফোর্সেসের (সিএএফ) প্রায় এক হাজার সদস্যকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ভাইস-চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ফ্রান্সিস আলেন বলেন, স্বাস্থ্যগত অথবা ধর্মীয় কারণে সশস্ত্র বাহিনীর ১ হাজার ৩০০ সদস্য ভ্যাকসিন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে মাত্র ১৫৮ জনের আবেদন অনুমোদন হয়েছে। সমসংখ্যক আবেদন মূল্যায়ণের পর্যায়ে রয়েছে।
গত বছরের মধ্য ডিসেম্বরে কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সব সদস্যকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের নির্দেশ দেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ওয়েন আয়ার। প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, কানাডিয়ান সৈন্যদের ৯৮ শতাংশেল বেশি পূর্ণডোজ ভ্যাকসিন নিয়েছেন। অর্থাৎ এখনও বড় অংশ ভ্যাকসিনের বাইরে আছেন।
ভ্যাকসিন না নেওয়া ৩৯ জন সেনাকে গত সপ্তাহে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষঅ বিভাগ। আরও ২০৬ জনকে ছুটিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।