শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

অগ্নিকান্ডে বেশি মারা যান আদিবাসীরাই

- Advertisement -

কানাডায় অগ্নিকান্ডের ঘটনায় অ-আদিবাসীদের তুলনায় পাঁচ গুন বেশি আদিবাসী প্রাণ হারাণ। তবে সংরক্ষিত জায়গায় বসবাসকারী ফার্ষ্ট নেশন কমিউনিটির বাসিন্দাদের মধ্যে এ হার ১০ গুণ বেশি। এছাড়া সাধারণ নাগরিকদের তুলনায় ইনিউত সম্প্রদায়ের ১৭ গুণ বেশি মানুষ অগ্নিকা-ে মারা যান। স্যাটটিস্টিকস কানাডার এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে, যাকে উদ্বেগজনক বলছেন ইউনিভার্সিটি অব ফ্রেজার ভ্যালির অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লেন গ্যারিস।

- Advertisement -

তিনি বলেন, কানাডার ৩ কোটি ৭০ লাখ জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এর মধ্যে ১৬ লাখ রয়েছেন ফার্স্ট নেশন, মেতিস ও ইনিউত সম্প্রদায়ের মানুষ। কানাডার অবশিষ্ট জনসংখ্যার সঙ্গে তুলনা করলেও সংখ্যাটা তাৎপর্যপূর্ণ।

ইন্ডিজেনাস সার্ভিস কানাডার অর্থায়নে পরিচালিত গবেষণাটিতে দেখা যায়, অগ্নিকা–সম্পর্কিত ঘটনায় সাধারণ মানুষের তুলনায় চারগুণ বেশি আদিবাসী হাসপাতালে ভর্তি হন।

২০১৪ সালেও অন্টারিওর মিশকিগোগামাঙ্গ ফার্স্ট নেশনের তিন শিশুসহ মোট চারজন অগ্নিকা-ে প্রাণ হারান। এর পরের বছর ২০১৫ সালে সাস্কেচুয়ানে ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিশু অগ্নিকা-ে মারা যায়।

গ্যারিসের মতে, কানাডাজুড়ে ৬৫০টি আদিবাসী কমিউনিটিতে দমকম বিভাগ আছে ৩৫০টির মতো। এর অর্থ হলো অনেক আদিবাসী কমিউনিটি আছে যারা অগ্নিকা-ের পর দমকল বাহিনীর সহায়তা পায় না। অ্যাবোরিজিনাল ফায়ারফাইটারস অ্যাসোসিয়েশন ২০১৭ সালে ফেডারেল সরকারের কাছ থেকে ১ কোটি ডলার তহবিল পেয়েছিল। অগ্নিকা- সম্পর্কে সচেতনতামূলক ৮০টি কর্মর্সচিতে তা ব্যয় হয়েছে। আশা করি এ ধরনের কর্মসূচি আদিবাসী কমিউনিটিতে অগ্নিকা-ের ঘটনা কমিয়ে আনতে ভূমিকা রাখবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.