শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.7 C
Toronto

Latest Posts

অন্টারিওতে ভ্যাকসিন সনদ চালুর দাবি

- Advertisement -
কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের রায়ান মালো

অন্টারিওতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। এর ফলে আরেকটি লকডাউনে যাতে পড়তে না হয় সেজন্য প্রদেশে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর দাবি তুলেছে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ।

অন্টারিওতে কোভিড-১৯ এ সনাক্তের হার নতুন করে বাড়ছে এবং গত চার দিনে ৩০০ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর সোমবার আক্রান্ত হয়েছেন ৪০০ জনের বেশি। জুনের মাঝামাঝি সময়ের পর থেকে অন্টারিওতে এতো উচ্চ হারে আক্রান্তের ঘটনা আর ঘটেনি।

- Advertisement -

তবে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড অনাবশ্য কর্মকা-ে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর ব্যাপারে চিকিৎসক, রাজনীতিক ও ব্যবসায়ী গ্রুপের দাবি প্রথম থেকেই প্রত্যাখ্যান করে আসছেন। বলছেন, এর মধ্য দিয়ে বিভক্ত সমাজ তিনি চান না। আবার লকডাউনকে সমর্থন না করলেও আরেকটি আরোপের সম্ভাবনাও একেবারে বাতিল করে দিচ্ছেন না তিনি।

কানাডিয়ান ফেডারেশন অব ইন্ডিপেন্ডেন্ট বিজনেসের রায়ান মালো বলেন, লকডাউনে ফিরে যাওয়ার মধ্যে যদি কোনো ধরনের পার্থক্য গড়ে দিতে পারে তাহলে তার সংগঠন ভ্যাকসিন সনদ চালুর প্রতি সমর্থন দেবে। তবে নিয়োগদাতা ও কর্মীর দায়িত্ব কি সরকারকে তা পরিস্কার করতে হবে। আক্রান্তে সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কি করা হবে সে পরিকল্পনা জানার দরকার আছে অন্টারিওর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। এর আগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অর্থ ছিল লকডাউন। প্রদেশে ভ্যাকসিনেশনের হার তুলনামূলক ভালো হওয়ায় এখন সেটি হলে তা হবে বিস্ময়কর। প্রত্যেকেই সংখ্যাটির দিকে তাকিয়ে আছে। গত ১৭ মাস ধরে আরোপিত সব শর্ত আমরা পরিপালন করে এসেছি। কিন্তু এখন সংক্রমণ বেড়ে গেলে তার অর্থ কি হবে?

অন্টারিও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোক্কো রোসি বলেন, আরেকটি লকডাউন এড়ানো ও অর্থনৈতিক উন্মুক্তকরণ গতিশীল করার একটা উপায় হতে পারে ভ্যাকসিন সনদ ব্যবস্থা। আরেকটি লকডাউনের সম্ভাবনার উন্মুক্ত রাখা আবার ব্যক্তি অধিকার ক্ষুণেœর উদ্বেগ থেকে ভ্যাকসিন সনদ চালু না করার বিষয়ে প্রিমিয়ার ডগ ফোর্ডের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাদের অবন্থান পরিস্কার। অযৌক্তিক কিছু আপনি করতে পারবেন না।

তবে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়টের মুখপাত্র আলেক্সান্দ্রা হিলকেন এক লিখিত বিবৃতিতে বলেছেন, অন্টারিওর মধ্যে ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে না এবং এ ব্যাপারে সরকারের অবস্থান পরিস্কার। নির্দিষ্ট কোনো স্থান বা ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশনের পক্ষে প্রমাণপত্র দেখানোর প্রয়োজন পড়লে সেক্ষেত্রেই কেবল কোভিড-১৯ ভ্যাকসিনেশনের রশিদ গ্রহণ করা যেতে পারে।

উল্লেখ্য, অন্টারিওতে সোমবার ১৫ হাজার ৮০০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩২৫ জনের কোভিড সনাক্ত হয়েছে। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর অবস্থা খারাপ হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন ১১৩ জন এবং ভেন্টিলেটরে আছেন ৭০ জন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.