বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

উইন্ডসর অ্যাসেম্বলি প্ল্যান্টের কাজ এক শিফটে নামিয়ে আনছে স্টেলান্টিস

- Advertisement -
ফাইল ছবি

আগামী বসন্ত নাগাদ উইন্ডসর অ্যাসেম্বলি প্ল্যান্টে কাজ এক শিফটে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে স্টেলান্টিস। এর ফলে ১ হাজার ৮০০ কর্মী কাজ হারাবেন।

এর আগে ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস নামে পরিচিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর সংকট ও কোভিড-১৯ এর প্রভাবে অটোমোটিভ শিল্প চাপের মধ্যে রয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে উইন্ডসর প্ল্যান্টের কাজ এক শিফটে নামিয়ে আনার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

স্টেলান্টিস এর আগে ২০২০ সালে মিনিভ্যান প্ল্যান্টের তৃতীয় শিফটের কাজ বন্ধ করার পর উইন্ডসরের কাজ দুই শিফট থেকে এক শিফটে নামিয়ে আনা হচ্ছে। ২০২০ সালের ওই সিদ্ধান্তে ১ হাজার ৫০০ কর্মী কাজ হারিয়েছিলেন।

স্টেলান্টিসের পক্ষ থেকে বলা হয়েছে, বসন্তের শুরু থেকেই দ্বিতীয় শিফট বন্ধ করা হবে। তবে ২০২০ সালে ইউনিফর ইউনিয়নের সঙ্গে চুক্তি অনুযায়ী প্ল্যান্টটিতে ১৫০ কোটি ডলার ব্যয়ের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হচ্ছে।

অটো শিল্পে কম্পিউটার চিপসের বড় ধরনের সংকট তৈরি হয়েছে এবং এর ফলে পিকআপ ট্রাক ও এসইউভির মতো উচ্চ মুনাফার গাড়িগুলোতে মনোযোগ দিতে হচ্ছে তাদের। সেই সঙ্গে সেডান ও মিনিভ্যানের উৎপাদন কমাতে হচ্ছে।

উল্লেখ্য, উইন্ডসর প্ল্যান্ট ক্রাইসলার প্যাসিফিকা, ক্রাইসলার ভয়েজার ও ক্রাইসলার গ্র্যান্ড ক্যারাভ্যান উৎপাদন করে থাকে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.