শনিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
-4.1 C
Toronto

Latest Posts

ম্যাকডোনাল্ড’স কানাডার প্রতিষ্ঠাতা জর্জ কোহোন মারা গেছেন

- Advertisement -
ম্যাকডোনাল্ড’স কানাডার প্রতিষ্ঠাতা জর্জ কোহোন

ম্যাকডোনাল্ড’স কানাডার প্রতিষ্ঠাতা জর্জ কোহোন মারা গেছেন। ২৪ নভেম্বর রাতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে মার্ক কোহোন। তার চেষ্টাতেই ফাস্ট ফুড জায়ান্টটি সাবেক সোভিয়েত ইউনিয়নে এর কার্যক্রম সম্প্রসারণে সক্ষম হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এক পোস্টে মার্ক কোহোন তার বাবার পরলোকগমনের খবর ২৫ নভেম্বর সকালে জানান। পোস্টে তিনি লেখেন, ২৪ নভেম্বর আমরা বাবাকে শেষ বিদায় জানিয়েছি। আমাদের পরিবার, কানাডা ও সারা বিশ^ দারুণ একজন মানুষকে হারাল। পোস্টে বাবার একটি ছবিও শেয়ার করেন মার্ক।

- Advertisement -

এই ঘোষণার পর কানাডিয়ান রাজনীতিক ও ব্যবসায়ী সম্প্রদায়ের তরফ থেকে কোহোনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ঢল নামে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্স-এ দেওয়া এক পোস্টে কোহোনকে দারুণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, তিনি ছিলেন একজন দক্ষ ব্যবসায়ী, যিনি কখনো পিছু হটেননি এবং তিনি অন্যদের তুলে আনতে নিজেকে সমর্পিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, কানাডার আজকের যে সমৃদ্ধি তা জর্জের কারণেই। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। তার পরিবার, বন্ধু এবং দেশ ও দেশের বাইরে যাদেরকে তিনি নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গেছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।

সাবেক কনজার্ভেটিভ নেতা এরিন ও’টুল এক্স-এ দেওয়া এক পোস্টে বলেছেন, কীর্তি রেখে যাওয়া দারুণ এক কানাডিয়ান, যেজন্য তার পরিবার গর্ব করতে পারে।
শ্রমমন্ত্রী সিমাস ও’রিগান তাকে উল্লেখ করেছেন পরিবার, ব্যবসা ও দেশের জন্য নিবেদিতপ্রাণ এক ব্যক্তি হিসেবে।

শপিফাইয়ের পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল ডেবো এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, শৈশবে আমি রাশিয়া উইথ ফ্রাইস পড়েছি এবং সব সময়ই আপনার বাবার গল্প আমি ভালোবেসেছি। সুতরাং, ম্যাকডোনাল্ড’স-এর লাইনে দাঁড়িয়ে একদিন তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি ছিল চিত্তাকর্ষক। আমার ৮ বছরের ছেলের প্রতি তিনি ছিলেন খুবই সদয়। তার প্রিয় খাবার নিয়ে তিনি আলাপ করছিলেন। এবং অবশ্যই তিনি তার বিজনেস কার্ড দিয়ে আমাদের লাঞ্চ কিনে দিয়েছিলেন। তিনি ছিলেন সত্যিকারের মহৎ কানাডিয়ান। তার চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি।

ম্যাকডোনাল্ড’স-এষ্কানাডা শাখার সিনিয়র চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা হিসেবে ফাস্ট ফুড সা¤্রাজ্যটিকে তিনি সোভিয়েত ইউনিয়ে নিয়ে যান। বার্লিন প্রাচীরের পতনের পর নতুন আশা ও রাজনৈতিক উন্মুক্ততার সময় এই পদক্ষেপ নেন তিনি। চালুর দিনই মস্কোতে ম্যাকডোনাল্ড’স-এর স্টোরের সামনে প্রায় ৩৮ হাজার মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। যদিও ইউক্রেনে হামলা চালানোর পর গত বছর রাশিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে ম্যাকডোনাল্ড’স।

কোহোন মেম্বার অব দ্য অর্ডার অব কানাডিয়ান হন ১৯৮৭ সালে। অফিসার অব দ্য অর্ডার অব কানাডা হিসেবে পদোন্নতি পান ১৯৯২ সালে। ২০১৯ সালে তাকে চ্যাম্পিয়ন অব অর্ডার অব দ্য কানাডিয়ান সম্মাননা দেওয়া হয়। রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে ফাস্ট ফুড কূটনীতির চেষ্টার জন্য ১৯৯৮ সালে রাশিয়া তাকে অর্ডার অব ফ্রেন্ডশীপ সম্মাননা প্রদান করে।
একই সঙ্গে তিনি রোনাল্ড ম্যাকডোনাল্ড’ম হাউসেরও প্রতিষ্ঠাতা এবং অন্টারিও সায়েন্স সেন্টারের পর্ষদ চেয়ারম্যান ছিলেন। ২০১২ সালে তাকে ‘কি টু দ্য সিটি অব টরন্টো’ প্রদান করা হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.