শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
1.8 C
Toronto

Latest Posts

গাজা ত্যাগের বিদেশিদের তালিকায় এখনো অনুপস্থিত কানাডিয়ানরা

- Advertisement -
সামনের দিনে কানাডিয়ান ও তাদের পরিবার গাজা ত্যাগ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি

গাজা ভূখন্ড ত্যাগের জন্য বিদেশিদের যে তালিকা অনুমোদন করা হয়েছে তাতে এখনো কানাডিয়ানদের অন্তর্ভুক্ত করা হয়নি। তবে সামনের দিনে কানাডিয়ান ও তাদের পরিবার গাজা ত্যাগ করতে পারবেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে মিশরের কাছ থেকে সহযোগিতারও আশ্বাস পেয়েছেন তিনি।

- Advertisement -

বুধবার থেকে রাফা সীমান্ত দিয়ে বিদেশিদের গাজা ত্যাগের গতি কমে এলেও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার কর্মকর্তারা বলেছেন, যুদ্ধ আক্রান্ত এলাকা থেকে কানাডিয়ানদের সরিয়ে নিতে দিন-রাত কাজ করছেন তারা। তারা কানাডিয়ানদের নথিপত্র নিয়ে সীমান্ত অতিক্রমের খবর পাওয়ামাত্র তৈরি থাকার আহ্বান জানিয়েছেন। যদিও ১ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত রাফা সীমান্ত অতিক্রমের জন্য যেসব নাগরিকদের পাসপোর্ট অনুমোদন করা হয়েছে তাতে কানাডা নেই।

মেলানি জোলি আরও বলেন, হালনাগাদ তথ্য গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সরাসরি কানাডিয়ানদের জানাচ্ছে।

৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ইসরায়েল থেকে ২৪০ জনের মতো লোককে অপহরণ করে গাজায় নিয়ে গেছে হামাস। এর জবাবে ইসরায়েল ৯ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.