বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩
-0.4 C
Toronto

Latest Posts

আপেলের কার্টনে কালো মাকড়সা

- Advertisement -
ফাইল ছবি

বিষয়টি প্রথমে দেখে ভয়ের পাশাপাশি বিস্মিতও হয়েছিলেন টরন্টোর এক নারী। সবুজ আপেলের একটি কনটেইনার খোলার পর তিনি সেখানে কালো মাকড়সাহসহ এর বাসা দেখতে পান। গ্রোসারি স্টোর থেকে কনটেইনারটি বাসায় নেওয়ার পর এই ঘটনা দেখতে পান তিনি।
ব্রিয়ানি চার্টার সাধারণত তাদের গ্রোসারি তালিকায় সবুজ আপেল রাখেন না। তিনি বলেন, টরন্টোর ওয়েস্ট-এন্ডে নো ফ্রিলসে কেনাকাটা করার সময় হঠাৎ ক্ষুধা পায় তার এবং বাড়িতে গিয়েই ঝটপট খাওয়া যায় এমন আরেকটি স্ন্যাক খুঁজছিলেন।

চার্টার বলেন, আপেলগুলো কেনার পর তিনি সেগুলো বাড়িতে নিয়ে যান এবং সরাসরি ফ্রিজে রাখেন। এর কয়েক ঘণ্টা পর সেগুলো খেতে যান তিনি। কনটেইনারটি নিয়ে ঢাকনা খোলা যেই শুরু করেন তখনই কনটেইনারে বানানো বাসায় কালো রঙের বৃহৎ আকৃতির কিছু একটা নজরে আসে তার।
তিনি বলেন, এটা জীবিত কিনা তা যাচাই করতে আমি কনটেইনারটিতে ঝাকি দিই। এরপর সেটি নড়াচড়া করা শুরু করে। বিষয়টি দেখে আমি দৌড়ে রান্না ঘর থেকে পালিয়ে যায়। এবং আমার ফিয়ান্সেকে বিষয়টি দেখতে বলি। তিনি দেখে বলেন, এটা একটা মাকড়সা।

- Advertisement -

নেচার কনজার্ভেন্সি কানাডা বলেছে, দক্ষিণ এবং পূর্ব অন্টারিওতে নর্দান ব্ল্যাক উইডো স্পাইডারের দেখা মিলতে পারে।

কানাডা ফুড ইন্সপেকশন এজেন্সি জানিয়েছে. অনেক সময় আমদানি করা আপেলে এগুলো দেখতে পাওয়া যায়। এর ফলে আপেল নষ্ট বা বিষাক্ত হয় না। এই মাকড়সাগুলো আগ্রাসী নয়। কিন্তু আত্মরক্ষার প্রয়োজনে কামড় দিতে পারে। ব্ল্যাক উইডো স্পাইডারের ভেনম বিষাক্ত এবং এর ফলে মারাত্মক ব্যথা হতে পারে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.