শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩
1.8 C
Toronto

Latest Posts

বিনামূল্যে জ্বালানি হালনাগাদের সুযোগ পাবেন যেসব অন্টারিওবাসী

- Advertisement -
কিছু অন্টারিওবাসী বিনামূল্যে জ্বালানি হালনাগাদের সুযোগ পেতে যাচ্ছেন

কিছু অন্টারিওবাসী বিনামূল্যে জ্বালানি হালনাগাদের সুযোগ পেতে যাচ্ছেন। এটা শীতের মাসগুলোতে তাদের জ্বালানি বিল কমাতে সাহায্য করবে।

অন্টারিওর বাড়ির মালিকদের সাহায্যের জন্য এন্ডব্রিজ গ্যাসের সঙ্গে অংশীদারিত্বের আইইএসও দুটি কর্মসূচির সুবিধা গ্রহণের সুযোগ দিচ্ছে। এর একটি হচ্ছে হোম উইন্টারপ্রুফিং প্রোগ্রাম। অন্যটি এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম।

- Advertisement -

আয়ের ভিত্তিতে অন্টারিওবাসী বিনামূল্যে থার্মোস্ট্যাট, ইনসুলেশন ও কোনো কোনো ক্ষেত্রে নতুন রেফ্রিজারেটর পাবেন। কেউ যদি একটি কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তিনি অপর কর্মসূচিটিরও যোগ্য হবেন।

আপনি যেকোনো একটি কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে দুটি কর্মসূচির জন্যই আপনার আবেদন যাচাই বাছাই করা হবে।
যোগ্য বিবেচিত হলে একজন জ্বালানি মূল্যায়নকারী আপনার বাড়িটি পরিদর্শন করবেন। তারা আপনার অ্যাপ্লায়েন্স এবং দুটি কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হতে পারে এসব সব সামগ্রী পরীক্ষা করে দেখবেন।

এখন পর্যন্ত দুই লাখের বেশি বাড়িমালিক বিনামূল্যে হালনাগাদ সুবিধা পেয়েছেন। উইন্টারপ্রুফিং কর্মসূচির জন্য আরও ৩ লাখ ৭৬ হাজার ৫০০ জন যোগ্য হবেন বলে ধারণা করা হচ্ছে। আর এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রামের জন্য যোগ্য হবেন প্রায় ১৭ লাখ অন্টারিওবাসী।

বাড়িতে কত জন বাসিন্দা রয়েছে, পরিবারের আয় কত অথবা অন্টারিও ওয়ার্কস, দ্য অন্টারিও ইলেক্ট্রিসিটি সাপোর্ট প্রোগ্রাম এবং অন্টারিও ডিজঅ্যাবিলিটি সাপোর্ট প্রোগ্রামের মতো কর্মসূচির আওতায় কোনো সহায়তা পাচ্ছেন কিনা তার ভিত্তিতে অন্টারিওবাসীরা আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য একজনের পরিবারের ক্ষেত্রে কর-পূর্ববর্তী বার্ষিক আয় হতে হবে ৪২ হাজার ৫৩৭ ডলার, দুইজনের পরিবারের ক্ষেত্রে ৬০ হাজার ১৪ ডলার, তিনজনের পরিবারের ক্ষেত্রে ৭৩ হাজার ৫০১ ডলার, চারজনের পরিবারের ক্ষেত্রে ৮৪ হাজার ৮৭২ ডলার, পাঁচজনের পরিবারের ক্ষেত্রে ৯৪ হাজার ৮৯০ ডলার, ছয়জনের পরিবারের ক্ষেত্রে ১ লাখ ৩ হাজার ৯৪৭ ডলার এবং সাতজন ও তার বেশি সদস্যের পরিবারের ক্ষেত্রে বার্ষিক আয় হতে হবে ১ লাখ ১২ হাজার ২৭৫ ডলার।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.