শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

প্যালেস্টাইনে ইজরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে জালালবাদ এসোসিয়েশনের প্রতিবাদ

- Advertisement -

প্যালেস্টাইনে ইজরায়েলের অব্যাহত আগ্রাসন এবং বোমা হামলায় নারী-শিশু নির্বিশেষে সাধারণ মানুষের জীবনহানির প্রতিবাদে জালালবাদ এসোসিয়েশন অব টরন্টো গত ২৯ অক্টোবর টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ এবং এলডন এভিনিউ ইন্টারসেকশনে একটি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। গাজায় গত তিন সপ্তাহের অবিরাম বোমাবর্ষণে ৮০০০ মানুষ মারা গেছেন, যার মধ্যে তিন হাজারই শিশু। ২৫ হাজারের বেশী মানুষ গুরুতর আহত, হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই- চিকিৎসার পর্যাপ্ত সুবিধা নেই।

- Advertisement -

ইজরায়েলী অবরোধের ফলে খাদ্য ও পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতী কার্যকর করা না হলে গাজায় আরো হাজারো মানুষের প্রাণহানী ঘটবে। এই মুহুর্তে গাজায় সাধারণ মানুষের উপর বোমা হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি ঘোষণা করা, গাজার উপর থেকে অবরোধ তুলে নিয়ে মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর পথ সুগম করা এবং প্যালেস্টাইন সংকটের একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানের দাবী নিয়ে শতাধিক মানুষ এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

স্কারবোরো সাউথওয়েস্ট আসনের এম.পি.পি ডলি বেগম প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দাবীগুলোর সাথে সংহতি প্রকাশ করেন। সমাবেশে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব চৌধুরী (রনি), সাধারণ সম্পাদক মেহেদী মারুফ,সংগঠনের বর্তমান কার্যকরী কমিটির সদস্য মকবুল হোসেন, হোসেইন আহমেদ লনি, আবু জহির শাকিব, এজাজ চৌধুরী, ফারুক আহমেদ, জাহানারা নাসিমা, মেহেদী চৌধুরী, সন্জীব রায়, আব্দুস সালাম, তাফাসিন চৌধুরী, জুয়েল আহমেদ, আলী হোসেন, সংগঠনের সাবেক সভাপতি আহাদ খন্দকার, দেবব্রত দে তমাল, ছাদ চৌধুরী, মিজান চৌধুরী, কমিউনিটির পক্ষ থেকে ব্যারিস্টার রিজুয়ান রহমান, অধ্যাপক আতাউর রহমান, ইঞ্জিনিয়ার নওশের আলী, আজমল মিয়া, তানবীর কোহিনুর, শরীফ আলী, মেসি চৌধুরী, শরীফুল হক,আসাদ আহাদ, অলিউর রহমান লিমন, বনি আব্রাহাম, মন্জুর আহমেদ, বেলায়েত চৌধুরী রিপন,আহমেদ শিপলু, ফারুক আহমেদ, সাংবাদিক দীন ইসলাম, সৈয়দ মাহবুব, আরিফ আহমেদ, সন্জয় চাকি সহ আরো অনেকে।

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে এই প্রতিবাদ সমাবেশ ও মাননববন্ধন আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মাহবুব চৌধুরী, মেহেদী শরীফ, হাবিবুর রহমান চৌধুরী, মনসুর আহমেদ, রাসেল আহমেদ, ইলিয়াছ খান, হাসান তারেক ইমাম ও আহমেদ জয়। এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আংশগ্রহণ করে প্যালেস্টাইনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য উপস্হিত সবাইকে জালালবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

অনুষ্ঠানে লজিস্টিক সাহায্য প্রদান করার জন্য শরীফ আলি এবং রিমন ইসলামের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এতে আগত বাংলাদেশীরা যুগ যুগ ধরে নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াবার জন্য কানাডীয়ান সরকারের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.