স্পিয়ার ফিশিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ৩৩ বছর বয়সী টরন্টোর এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পিল রিজিয়নাল পুলিশ। এই ঘটনায় অন্টারিওর হ্যামিল্টনের গুড শেফার্ড প্রতারণার শিকার হয়।
তদন্তকারীরা জানিয়েছেন, পরিচিত এক ঠিকাদারের কাছ থেকে কাজের ইনভয়েস পায় গুড শেফার্ড সংস্থা। ঠিকাদারের বিজনেস ইমেইল কম্প্রোমাইজড ছিল এবং সেটাকে সত্যিকারের অনলাইন কন্ট্রাক্ট তথ্য বলেই মনে হয়েছিল।
পিল রিজিয়নাল পুলিশের তথ্য অনুযায়ী, গুড শেফার্ডকে বকেয়া ৯৪ হাজার ডলার অন্য একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। কিন্তু তহবিলটি ঠিকাদার গ্রহণ না করার বিষয়টি তাদের গোচরে আসার পর তারা পুলিশকে অবহিত করে। এরপর তদন্ত শুরু হয়।
এ ঘটনায় কর্তৃপক্ষগুলো ৩৩ বছর বয়সী ইমানুয়েল পোবি নামে এক ব্যক্তিকে ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ রাখার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তকে পরবর্তীতে আদালতে তোলা হবে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পিল রিজিয়নাল পুলিশের একজন মুখপাত্র সব প্রতিষ্ঠানকে তাদের পেমেন্টের পরিবর্তন পরীক্ষা করা ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। কারা পেমেন্ট গ্রহণ করছেন তাদের পরিচয়ও যাচাইয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
স্পিয়ার ফিশিং এক ধরনের ফিশিং হামলা, যা ক্ষতিকর ইমেইলের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্দেশে চালানো হয়। এর উদ্দেশ্য থাকে লগইন ক্রিডেন্সিয়ালের মতো সংবেদনশীল তথ্য চুরি করা অথবা উদ্দিষ্ট ডিভাইসটি ম্যালওয়্যারের দ্বারা ক্ষতি করা।
গুড শেফার্ড একাধিক সেবা দিয়ে থাকে। জরুরি খাদ্য ও বস্ত্র এবং দৈনিক টাটকা খাবার সরবরাহ এর মধ্যে অন্যতম। কোনো ব্যক্তি ও পরিবারকে জরুরি পরিস্থিতিতে আশ্রয়ও দিয়ে থাকে সংস্থাটি।