দুই দশক আগে ২০০৩ সালের ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট মিলনায়তনে উদ্বোধন করা হয়েছিল একটি ওয়েবসাইটের। সে অনুষ্ঠানে সভাপতিত্ব করেছিলেন বাংলা একাডেমীর তৎকালীন মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। প্রধান অতিথির বক্তৃতায় দেশবরেণ্য বুদ্ধিজীবী সিরাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন “এতদিন জানতাম বিজ্ঞানের সাথে সাহিত্যের একটি দ্বন্দ্ব আছে। আজ জানলাম বিজ্ঞান কীভাবে সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে পারে।“ সেদিন মঞ্চে আরও উপবিষ্ট ছিলেন প্রখ্যাত অনুবাদক প্রফেসর ফকরুল আলম এবং বুদ্ধিজীবী প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল। কথা বলেছিলেন বাংলা একাডেমীর বর্তমান মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রমূখ।
সেই ওয়েবসাইট নির্মাণের স্মৃতিচারণমূলক এক আয়োজন করা হয় গত ১৩ অক্টোবর। টরন্টোর বাঙালি অধ্যুষিত বাংলা টাউনের রেডহট তন্দুরিতে অনুষ্ঠিত হয় বাংলা সাহিত্য নিয়ে প্রথম ওয়েবসাইট বাংলাদেশি নভেলস (bdnovels.org)-এর বিশ বছর পূর্তির এক অনুষ্ঠান। উল্লেখ করা যেতে পারে যে, সেই ওয়েবসাইটের উদ্যোক্তা ছিলেন লেখক, গবেষক ও টেলিভিশন ব্যক্তিত্ব সুব্রত কুমার দাস।
দুই দশক আগে গৃহীত এই উদ্যোগটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টরন্টোর বহুল পরিচিত মুখ জনপ্রিয় সাংবাদিক ও রিয়েলটর মাহবুব ওসমানী, প্রতিভাবান আইনজীবী ব্যারিস্টার শামীম আরা, লেখক ও ইমিগ্রেশন কন্সাল্ট্যান্ট মনীষ পাল এবং প্রতিষ্ঠিত একাউন্টিং ফার্মের স্বত্বাধিকারী মোরশেদ নিজাম সিপিএ। সমবেত উপস্থিতির পক্ষ থেকে এই চারজনকে অভিনন্দন জানানো হয়।
সংস্কৃতিকর্মী মম কাজীর পরিচালনায় এই অনাড়ম্বর অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলা মেইল পত্রিকার সম্পাদক ও এনআরবি টেলিভিশনের সিইও শহিদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট রাজনীতিক মহসিন ভূঁইয়া, সুব্রত কুমার দাসের স্ত্রী নীলিমা দত্ত, অসীম ভৌমিক, নিলয় সাহা, গবেষক সুজিত কুসুম পাল, কবি জান্নাতুল নাঈম, সংস্কৃতিকর্মী সামিনা চৌধুরী, লেখক ও উপস্থাপক দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, রিয়েলস্টেট ব্যবসায়ী চিন্ময় দাস প্রমুখ তাঁদের অভিব্যাক্তি প্রকাশ করেন।
ওয়েবসাইট পরিচালনায় নিজের অভিজ্ঞতার আলোকে দুই দশক আগে সাহিত্য নিয়ে একটি ওয়েবসাইট নির্মাণের স্বপ্নকে বিশেষ গুরুত্বের বলে দাবী করেন শহিদুল ইসলাম মিন্টু। ওয়েবসাইটটির উদ্যোক্তা সুব্রত কুমার দাসের স্ত্রী নীলিমা দত্ত তাঁর মধ্যবিত্ত সংসারের সঞ্চিত ব্যাংক ব্যালান্সের টাকা দিয়ে ওয়েবসাইট নির্মাণের স্বপ্নপূরণের গল্প শোনান সবাইকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মঞ্চ উপস্থাপক অজন্তা চৌধুরী, রিয়ালটর মজিবুর মোল্লা, সমাজকর্মী প্রতিমা সরকার, প্রেজেন্টার সোমা চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, সমাজকর্মী অপু সাহা, রেডহট তন্দুরীর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, পেশাজীবী জয়দীপ সরকার, এনআরবি টিভির পরিচালক রেজাউল হক, শিল্পী অমল দেব, ক্রীড়া ভাষ্যকার মাসুদ করিম, রিয়ালটর সুকোমল রায়, সমাজকর্মী শাকিল আহমেদ প্রমুখ।
সংস্কৃতিকর্মী মম কাজী ওয়েবসাইটের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে দুই দশক আগে নির্মিত ওয়েবসাইটটির গুরুত্ব তুলে ধরেন।