জামান ভূইয়াকে সভাপতি এবং কবিরুল ইসলামকে জেনারেল সেক্রেটারি করে ময়মনসিংহ সমিতি কানাডার ৩২ সদস্যবিশিষ্ট ২০২৩-২০২৫ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ভাইস-প্রেসিডেন্ট গৌতম সরকার, কবির খান, সোহেল রানা এবং আলমগীর কবির, জয়েন্ট সেক্রেটারি মাহবুব কাওসার ও বুলবুল বাশার, ট্টেজারার কামরুল ইসলাম খান, ইভেন্টস সেক্রেটারি তানভীর তমাল, কালচারাল সেক্রেটারি নুসরাত উর্মি, কমিউনিকেশন্স সেক্রেটারি মতিউর রহমান সোহাগ, স্পোর্টস সেক্রেটারি আনিসুর রহমান, এসিসট্যান্ট স্পোর্টস সেক্রেটারি আরিফুল আজমী, অফিস সেক্রেটারি নুরুল ইসলাম এবং সদস্য আশীষ নন্দী, আবুল হাশেম, আব্দুল মোমেন, মাহবুব আলম, এএম রফিকুল ইসলাম, আরেফিন সামাদ খান, মুনিরা নুসরাত, আহসান উল্লাহ, আব্দুল ওহাব, আহসান হক শাওন, জাহাঙ্গীর চৌধুরী, কামরুজ্জামান ফরিদ, কামরান করিম, নকিব খান, সনাট দাস, মাহবুব আলম সোহেল এবং কামরুল ইসলাম ভূইয়া স্বপন।
ময়মনসিংহ সমিতির উপদেষ্টা প্যানেলে প্রধান উপদেষ্টা রেজাউল করিম। অন্যন উপদেষ্টা কর্ণেল (অব.) শামস এম হক, ড. সম্পদ দে, মেজর (অব.) ফারুক আনোয়ার, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, মোহাম্মদ ইসলাম টিপু, হামিদুল হক, কবির আহমেদ, একেএম লতিফ, মোহাম্মদ মাহবুবুল আলম ও মজিবুর রহমান রনজু । প্রেস বিজ্ঞপ্তি।