একটি মোবিলিটি স্কুটার কিনতে গিয়ে অর্থ খুইয়েছেন বলে জানিয়েছেন অন্টারিওর এক জ্যেষ্ঠ নাগরিক। স্কুটারটির ব্যাপক ছাড়ের কথা জানিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।
অন্টারিওর ক্যালেডনের বাসিন্দা ইরোল ওয়েলশ বলেন, আমার কাছে এটা মোটেই ভালো লাগছে না। কারণ, প্রতারিত হওয়াকে আমি ঘৃণা করি। বুড়ো হয়ে যাওয়ায় চলাচলে যাতে সুবিধা হয় সেজন্য মোবিলিটি স্কুটার কেনার কথা ভাবছিলেন তিনি। আমার বয়স ৭৪ বছর এবং আমার পাগুলো ভালোমতো কাজ করে না। তাই শেষ পর্যন্ত যে এটার দরকার পড়বে সেটা আমি জানতাম।
ওয়েলশ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পপ-আপ বিজ্ঞাপনে বেশ কিছু ফোল্ডেবল মোবিলিটি স্কুটার দেখেন তিনি। ব্যাপক ছাড় দিয়ে ৬০০ ডলারের স্কুটার ৪৮ ডলারে বিক্রি করার কথা জানানো হয়। নতুন একটি মোবিলিটি স্কুৃটারের দাম যেখানে দেড় হাজার থেকে তিন হাজার ডলার।
এই সুযোগ কাজে লাগাতে এপ্রিলে ৪৮ ডলারের একটি মোবিলিটি স্কুৃটার কেনেন ওয়েলশ। কিন্তু এরপর আর সেটি হাতে পাননি। বারবারই তাকে সরবরাহজনিত সমস্যার কথা জানানো হয়। ৭৫ ডলারে আরেকটি স্কুটার যাতে কিনে নিতে পারেন সেজন্য অর্থ ফেরত দেওয়ার প্রস্তাবও করা হয়। যদিও সেটাও রক্ষা করা হয়নি।
ওয়েলশ বলেন, তারা আমাকে অর্থ ফেঅরত দেওয়ার প্রস্তাব করে এবং আমি তা অব্যাহতভাবে চাইতে থাকি। কিন্তু অর্থ আর ফেরত আসেনি।
লোয়েজের মতো কোম্পানিগুলোকে ভুয়া অনলাইন বিজ্ঞাপনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এসব বিজ্ঞাপনে বিপুল ছাড়ে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, যেটা আসলে বৈধ নয়।
বেড বাথ অ্যান্ড বিয়ন্ড এ বছর দেউলিয়া হয়ে গেছে এবং কিছু অনলাইন অ্যাডে তাদের পণ্য বিক্রির দাবি করা হয়েছে। তবে বেটার বিজনেস ব্যুরো (বিবিবি) একটি সতর্কতা ইস্যু করেছে। সেখানে কিছু সাইট বৈধ নয় বলে দাবি করা হয়েছে।