আমাদের প্রিয়জন, টরন্টোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট রিয়েলটর মোহাম্মদ সুরুজ্জামানের বড় ছেলে রাতিব জামান আর নেই। গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর একটায় স্থানীয় সানিব্রুক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। গত শুক্রবার বাদ জুম্মা ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্কের বায়তুল আমান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মুসল্লি এই জানাজায় অংশ নেন। পরে তাকে সমাহিত করা হয় পিকারিংয়ের ডাফিন মিডোজ সিমেট্রিতে।
আগামী ৯ অক্টোবর সোমবার বাদ আছর বিকাল সাড়ে চারটায় ড্যানফোর্থ-ভিক্টোরিয়া পার্কের বায়তুল আমান মসজিদে রাতিব জামানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এই মৃত্যুতে আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।…সম্পাদক