শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

শিরিন-অমিতের পরিবেশনায় মুগ্ধ টরন্টোবাসী

- Advertisement -

ছবি/রাজীব চৌধুরী

গত ২৩ সেপ্টেম্বর শনিবার টরন্টোর চায়নীজ কালচারাল সেন্টারে বিএএমএস এন্টারপ্রাইজ আয়োজন করে গুণী সঙ্গীতশিল্পী শিরিন চৌধুরী ও অমিত শুভ্রের লাইভ কনসার্ট। ফ্লোরা সূচির অনবদ্য সঞ্চালনায় ঠিক সাতটায় মূল অনুষ্ঠান শুরু হয়। বরাবরের মতো শিরিন চৌধুরী ও অমিত শুভ্র রায় সঙ্গীতের যাদুতে বিমোহিত করেন দর্শকদের। হলভর্তি দর্শক উপভোগ করেন তাদের যুগলবন্দী ও একক পরিবেশনা। আধুনিক, ফোক, ফিউশন, পুরনো দিনের গান এবং হিন্দী পরিবেশনা এক অনন্য মুগ্ধতার সৃস্টি করে। পিনপতন নিরবতায় দর্শক হারিয়ে যান গানের ভুবনে।

মঞ্চসজ্জা আর ভিডিও প্রেজেনেটেশন প্রশংসার দাবি রাখে। মঞ্চসজ্জায় ছিলেন তাহসিনা শাহীন। টেকনিক্যাল এবং ভিডিও সাপোর্টে ছিলেন আরিয়ান হক। যন্ত্রসঙ্গীতে ছিলেন রুপতনু শর্মা, রাজীব আলম, জন মার্টিন, সৌরভ ধ্রুব ও জয় সরকার। ব্যাকস্টেজে ছিলেন অপু পিটার ডি ক্রুজ। ফটোগ্রাফিতে রাজীব চৌধুরী। সঙ্গীত রেকর্ডিং এবং ভিডিও তৈরিতে ছিলেন মোর্তজা শোয়েব। এই ভিন্নধর্মী আয়োজনের মিডিয়া পার্টনার ছিলেন কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সপ্তাহিক বাংলা মেইল এবং কানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি। পুরো আয়োজনটি ধারণ করে এনআরবি টিভি টীম।

- Advertisement -

টানা সাড়ে তিন ঘন্টার পরিবেশনা শেষে একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন সঙ্গীতপ্রেমি দর্শক।
অভিনন্দন শিরিন চৌধুরী ও অমিত শুভ্র রায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.