লিবিয়ায় ভয়াবহ বন্যায় বাস্তচ্যুতদের জন্য যেসব গ্রুপ কাজ করছে তাদের জন্য ৫০ লাখ ডলারের সহায়তা ঘোষণা করেছে কানাডা।
আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন বলেছেন, লিবিয়ার উত্তরপূর্বাঞ্চলে জরুরি স্বাস্থ্যসেবা, পানি ও আশ্রয় প্রদানে এই অর্থ ব্যবহার করা হবে। জাতিসংঘেল বিভিন্ন সংস্থা ও রেড ক্রিসেন্টের মতো সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।
ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত বাঁধ ভেঙে যাওয়ার ফলে ৯ সেপ্টেম্বর এই বন্যা শুরু হয়। ভয়াবহ এই দুর্যোগে ১০ হাজার মানুষ নিখোঁজ বা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ১১ হাজার মানুষের মৃত্যুর বিষয়টি এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে।
পানিবাহিত রোগে আরও মানুষের মৃত্যু হতে পারে বলে লিবিয়ার কর্তৃপক্ষগুলো সতর্ক করে দিয়েছে। কানাডপার বিরোধী দুই সরকারই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। গৃহযুদ্ধেল কারণে বেম কয়েক বছর ধরে সরকারে বিভক্তি চলছে।