কয়েক বছর আগে কাজ শেষে বাড়ি ফিরছিলেন গ্লেন বার। সেই সময় মারাত্মক কিছু তিনি টের পান। কিছুক্ষণের মধ্যেই ড্রাইভওয়েতে বমি করে দেন অটোয়ার এই বাসিন্দা। এরপর প্রথমে নার্স এবং পরে হাসপাতালের জরুরি বিভাগে যেতে হয় তাকে। শেষ পর্যন্ত পরীক্ষায় তার লিভার সিরোসিস ধরা পড়ে এবং লিভার প্রতিস্থাপনের তালিকায় নাম উঠে যায় তার।
বেশ কয়েক বছর অপেক্ষা করার পর শেষ পর্যন্ত তার লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয় এই বছরের লেবার ডে ছিল তার লিভার প্রতিস্থাপনের দুই বছর। তবে ঠিক কী কারণে তার লিভারের এই ক্ষতি মেডিকেল টিমের সদস্যরা এখনো তা শনাক্ত করতে পারেননি।
লিভার প্রতিস্থাপনের পর আরেকটি যে সমস্যার মুখে পড়তে হয় তাকে তা হলো নিরাময় অযোগ্য সংক্রমণ। সংক্রমণ থেকে বারকে জ¦র, চুলকানি ও ডায়রিয়ায় ভুগতে হয়। এই সমস্যা তার অস্ত্রোপচারের আগেও ছিল। পরেও বহাল থাকে।
সেই সময়ের কথা স্মরণ করে বার বলেন, আমি মারাত্মক অসুস্থ ছিলাম।
পেশায় ইলেক্ট্রিক্যাল ঠিকাদার ৬৭ বছর বয়সী বারকে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে বহুবার রক্ত নিতে হয়েছে। সেই সঙ্গে লিভার ট্রান্সপ্লান্টের জন্য নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। একবার ইনসিসন ইনফেকশনও হয়েছিল, যেটা সাধারণত ত্বকে দেখা যায়। এর চিকিৎসায় চিকিৎসককে সংক্রমিত টিস্যু কেটে বাদ দিতে হয়েছিল এবং নিরাময়ে আইভির মাধ্যমে অ্যান্টিবায়োটিক দেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ব্যক্তিদের মৃত্যুর কারণ সংক্রমণ কানাডিয়ানদের নিয়মিত অস্ত্রোপচারে যেতে বাধ্য করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। বিশেষ করে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাক্টেরিয়াল এবং ফাঙ্গাল প্যাথোজেনের ক্ষেত্রে এটি বেশি দেখা যাচ্ছে। বিশ^ স্বাস্থ্য সংস্থা একে বলছে সুপারবাগ।
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সুপারবাগের সংক্রমণে কেবলমাত্র ২০১৯ সালেই বিশ^ব্যাপী মারা গেছে ১২ লাখ ৭০ হাজার মানুষ। আর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ২৮ লাখ মানুষ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট ইনফেকশনের শিকার হচ্ছে।