শনিবার, ডিসেম্বর ২, ২০২৩
1.8 C
Toronto

Latest Posts

রবি ও রাগ : একটি নিরুপম সঙ্গীত-রজনী

- Advertisement -
ছবি/কামরান করিম

ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টার আয়োজিত ‘রবি ও রাগ’ শীর্ষক একটি ভিন্ন মাত্রার সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হ’লো গত ১৬ সেপ্টেম্বর টরন্টোর একটি মিলনায়তনে। এই সংগঠনের সকল আয়োজনই যে হয় অত্যন্ত উচ্চমার্গের ও ব্যতিক্রমধর্মী তা আবারও প্রমাণিত হ’লো। সঙ্গীতানুরাগী দর্শকশ্রোতারা পিনপতন নীরবতায় বিমুগ্ধ বিস্ময়ে উপভোগ করলো একটি নিরুপম সঙ্গীত-রজনী।

ধ্রুবপদ পারফর্মিং আর্টস অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও নন্দিত কন্ঠশিল্পী ড. মমতাজ মমতা ও উচ্চাঙ্গসঙ্গীতের বরেণ্য শিল্পী সুপ্রিয়া দে’র অনবদ্য পরিবেশনা দর্শকশ্রোতাদের মোহাবিষ্ট ক’রে রাখে। সুপ্রিয়া দে পরিবেশন করেন বিভিন্ন রাগের বন্দীশ এবং সেইসব রাগাশ্রয়ী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ড. মমতাজ মমতা। তাঁদের পরিবেশনার সাথে সঙ্গত করেন বরেণ্য তবলাশিল্পী অশোক দত্ত ও গুণী এস্রাজবাদক রত্তন সিং ভামরাহ। তাঁদের নিখুঁত ও সংযত সঙ্গতে দুই কণ্ঠশিল্পীর প্রতিটি নিবেদন মনোমুগ্ধকর হ’য়ে উঠে।

- Advertisement -

একটি রাগের বন্দীশের পর সেই রাগাশ্রয়ী কবিগুরুর গান – এই বিন্যাসটি অনুষ্ঠানে যোগ করে অনন্য এক মাত্রা। জননন্দিত লেখক, গবেষক ও টিভি উপস্থাপক সুব্রত কুমার দাসের সুনিপুণ সঞ্চালনায় এই সঙ্গীতানুষ্ঠানটি হ’য়ে উঠে সত্যিকার অর্থে মনে রাখার মতো এক আনন্দ-রজনী। এই অনুষ্ঠানের আরেকটি উল্লেখ করার মতো বিষয় হচ্ছে মামুনুর রশীদের নিখুঁত শব্দানুষঙ্গ।

এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল কানাডার জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি ও কানাডার সর্বাধিক পঠিত বাংলা সাপ্তাহিক বাংলা মেইল।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.