চট্টগ্রাম এসোসিয়েশন অফ কানাডা ইনক চট্টগ্রাম তথা বাংলাদেশের যে কোন দুর্যোগে পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বিশাল অঞ্চল যেভাবে পানিতে তলিয়ে যায় এবং গ্রামাঞ্চলের প্রান্তিক জনগণ যে অবর্ননীয় মানবেতর অবস্থায় পতিত হয় তা থেকে উদ্ধারের নিমিত্তে চট্টগ্রাম এসোসিয়েশন অফ কানাডা সংগঠনের নিজস্ব ফান্ড এবং সদস্যদের সহযোগীতায় সাহায্যের হাত প্রসারিত করে।
বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের প্রথম পর্যায়ে সাতকানিয়া উপজেলার আমিলাইস ইউনিয়ন, দ্বিতীয় পর্যায়ে কাঞ্চনা ইউনিয়ন এবং তৃতীয় পর্যায়ে সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড চরপাডায় বন্যার কারনে দারুণভাবে ক্ষতিগ্রস্থ অসহায় জনগণের মাঝে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ইত্যাদি বিতরণ করা হয়।
এই মানবিক কর্মকান্ডে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছে এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরনে সহয়তা করেছেন তাদের সকলকে চট্টগ্রাম এসোসিয়েশন অফ কানাডার পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।