
বর্ধিত তাপমাত্রা স্নোপ্যাকের ভারসাম্য নষ্ট করতে পারে। এর ফলে মঙ্গলবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত হিমপ্রপাত হতে পারে বলে বলে পূর্বাভাস দিয়েছে অ্যাভালান্স কানাডা। নর্থ রকিস, ক্যারিবুস, সাউথ রকিস, লিজার্ড অ্যান্ড ফ্ল্যাটহেড রিজিয়ন, কানাস্কিস কাউন্টি, বানফ, ইয়োহো, কুটেনি ও ওয়াটারটন লেক এলাকার ক্ষেত্রে বিশেষ এ সতর্কতা প্রযোজ্য হবে।
অ্যাভালান্স কানাডা বলছে, নর্থ রকিস অঞ্চলে দুজনের মৃত্যু হয়েছে এবং সাউথ রকিসে গুরুতর আহতের ঘটনা ঘটেছে। প্রত্যন্ত অঞ্চলে যারা ক্যাম্পিং করছেন তাদেরকে যাত্রার আগে হিমপ্রপাত-সংক্রান্ত পূর্বাভাস ভালোমতো জেনে নিতে হবে। সেই সঙ্গে তাদেরকে ট্রান্সসিভার, শাবলসহ অন্যান্য উদ্ধার সরঞ্জাম সঙ্গে রাখতে হবে এবং সেগুলো ব্যবহারের কৌশল রপ্ত করতে হবে।
ওয়ার্নিং সার্ভিস ম্যানেজার কার্ল ক্লাসেন বলেন, পরবর্তী ঝড় তুষারপাতের গতি বাড়াবে। সাম্প্রতিক দুর্ঘটনা ক্যাম্প করা ব্যক্তিদের জন্য একটি সতর্কবার্তা, বিশেষ করে উত্তর ও দক্ষিণ রকিস অঞ্চলে।