বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1 C
Toronto

Latest Posts

ইউক্রেনের জন্য কানাডার ২৫ কোটি ডলার ঋণ

- Advertisement -
অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়াকে উদ্দেশ্য করে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কানাডা। সেই সঙ্গে ইউক্রেনের সরকার যাতে কার্যক্রম চালিয়ে যেতে পারে সেজন্য ২৫ কোটি ডলার ঋণ সহায়তা ঘোষণা করেছে দেশটি।

জার্মানির বনে জি৭ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠক শেষে শুক্রবার টেলিফোনে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, বাড়তি এই অর্থায়নের ফলে ২০২২ সালে ইউক্রেনের প্রতি কানাডার আর্থিক সহায়তা প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়ালো ১৮৭ কোটি ডলার। জি৭ভুক্ত দেশগুলো ইউক্রেনের প্রতি তাদের সহায়তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং রাশিয়ানদের সম্পদ জব্দের চেয়েও বেশি কিছু পদক্ষেপ কানাডা যাতে নিতে পারে আইনসভা সে ব্যাপারে আগ্রহী। আইনসভা কানাডাকে রাশিয়ানদের সম্পদ জব্দ করে তা ইউক্রেনের সহায়তায় ব্যয়ের অনুমতি দিতে পারে।

- Advertisement -

ফ্রিল্যান্ড বলেন, ইউক্রেনের আর্থিক ও পুনর্গঠন চাহিদা ব্যাপক এবং আগ্রাসীদের এই পুনর্গঠনে সহায়তায় বাধ্য করা পুরোপুরিভাবে সঠিক। কানাডার সামনে এক্ষেত্রে নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত স্থাপনের সুযোগ রয়েছে। কীভাবে এটা করা যায় সেটা দেখানোরও সুযোগ রয়েছে। রাশিয়ানদের স্মপাদ কীভাবে দ্রুত জব্দ করা যায় সে ব্যাপারে অন্যান্য পথ কী হতে পারে তা নিয়েও জি৭ভুক্ত অর্থমন্ত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে। কারণ, ইউক্রেনের তা দরকার। ইউক্রেনের অর্থের খুব প্রয়োজন।

এদিকে ফেডারেল সরকার অলিগার্ক, তাদের পরিবারের সদস্য ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সহযোগীসহ ১৪ রাশিয়ানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে কানাডা। এ নিয়ে ২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার ১ হাজার ৪৫০ নাগরিক ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিলো কানাডা। এর মধ্যে এক হাজারের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এসেছে এ বছরের গোড়ার দিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.