বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
4.3 C
Toronto

Latest Posts

সহিংসতার মূল কারণ খোঁজার তাগিদ টরন্টো মেয়রের

- Advertisement -
টরন্টোর মেয়র জন টরি

তরুণদের ঘিরে সম্প্রতি যে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছে তাতে শিশু ও পরিবারে বিনিয়োগের গুরুত্ব সামনে চলে এসেছে বলে জানিয়েছেন টরন্টোর মেয়র জন টরি। সেই সঙ্গে তরুণদের সহিংসতার মূল কারণ খোঁজার ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার সকালে সিপি২৪কে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। স্কারবোরো টাউন সেন্টারে ছুরিকাঘাতের ঘটনায় ১৪ বছর বয়সী শিশুকে গ্রেপ্তারের বিষয়টি নিয়েও আলোচনা করেন মেয়র জন টরি। মঙ্গলবার রাতে ছুরিকাঘাতের ওই ঘটনায় তিনজন আহত হন। মিসিসোগার একটি সেকেন্ডারি স্কুলে মঙ্গলবার রাতে আরেকটি ছুরিকাঘাতের ঘটনাও ঘটে, যাতে দুই ব্যক্তি জখম হন। এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী এক বালককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

জন টরি বলেন, আইনী যেসব প্রভিশন আছে সেগুলো দিয়ে জনগণের আচরণের পরিণতির বিষয়টি তাদেরকে জানানো আমাদেরকে নিশ্চিত করতে হবে। তবে তরুণদের প্রসঙ্গটি এলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সব কাজ করতে হবে তা হলো শিশু ও পরিবারগুলোতে আমাদের বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। মানুষ যখন জানবে যে, আমরা বিনোদন কেন্দ্রে বিনিয়োগ করছি, বিনোদনমূলক কর্মসূচিতে বিনিয়োগ করছি এবং এসব ঘটনা যেখানে বেশি ঘটছে সেখানে যাওয়ার চেষ্টা করছি তাহলে তারা বুঝতে পারবে যে এ ধরনের কর্মকা-ের মূল উদ্ঘাটনে আমরা কি করছি।

স্কারবোরো টাউন সেন্টার ও মিসিসোগার সেইন্ট মার্সেলিনাস সেকেন্ডারি স্কুলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে স্কারবোরোর বির্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটের বাইরে ছুরিকাঘাতের ঘটনার ঠিক একদিন পর। ওই ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়।

জন টরি বলেন, নগরীর তরুণদের ঘিরে সহিংস ঘটনা নিয়ে পুলিশ চিফ জেমস রেমারের সঙ্গে কথা বলেছি। মোটা দাগে এগুলো যে বিচ্ছিন্ন ঘটনা সেটা আমাকে বলা হয়েছে। তারপরও এগুলো খুবই উদ্বেগের।

টরন্টো পুলিশের ঈক্ষ থৈকে বলা হয়েছে, বির্চমাবউন্ট কলেজিয়েট ইনস্টিটিউটের বাইরে সোমবারের ঘটনায় তিনজন জড়িত থাকতে পারেন। এ ব্যাপারে আরও কিছু খুটিনাটি প্রকাশ্যে এসেছে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.