
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ও টরন্টোর মেয়র জন টরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, রাশিয়া বিদ্বেষ তৈরি, তাকে যৌক্তিক করা ও বাস্তবায়নে জড়িত ফোর্ড ও টরিস এবং আরও ৫৯ জনের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হলো।
তালিকায় আরও নাম আছে ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার জন হরগান, আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি, সাস্কেচুয়ানের প্রিমিয়ার স্কট মো, ম্যানিটোবার প্রিমিয়ার হিদার স্টিফানসন এবং অটোয়ার মেয়র জিম ওয়াটসন।
বৃহস্পতিবারের ঘোষণা প্রতিক্রিয়ায় জন টরি এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে এবং নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি গর্বিত। কোনো নিষেধাজ্ঞা দিয়েই এই অবৈধ আগ্রাসন ও নিরীহ মানুষের প্রাণহানির বিরুদ্ধে আমার অবস্থান বদলাতে পারবে না। এই যুদ্ধে লিপ্ত রাশিয়ার নেতৃত্বের উদ্দেশেও আমার বার্তা একই। আগ্রাসণ বন্ধ করুন এবং ইউক্রেন ছাড়–ন। স্লাভা ইউক্রেনি।