বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

অন্টারিওতে ন্যুনতম মজুরি আরও ৫০ সেন্ট বাড়ছে

- Advertisement -
শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনটন মঙ্গলবার বিকালে এ ঘোষণা দিয়ে বলেন, হেমন্তের শুরুর দিকে মজুরি বৃদ্ধি কার্যকর হবে

নির্বাচনের পর ন্যুনতম মজুরি আরও ৫০ সেন্ট বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্টারিও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ সরকার। শ্রমমন্ত্রী মন্টি ম্যাকনটন মঙ্গলবার বিকালে এ ঘোষণা দিয়ে বলেন, হেমন্তের শুরুর দিকে মজুরি বৃদ্ধি কার্যকর হবে।

এর ফলে ১ অক্টোবর থেকে অন্টারিওর ন্যুনতম মজুরি ১৫ দশমিক ৫০ সেন্টে দাঁড়াবে। গত জানুয়ারিতে ন্যুনতম মজুরি ঘণ্টায় ১৪ দশমিক ৩৫ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার করা হয়। একই মজুরি কার্যকর করা হয়েছে লিকার সার্ভার ও অ্যাপভিত্তিক গিগ ওয়ার্কারদের ক্ষেত্রেও।

- Advertisement -

এই মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির মধ্যে বর্ধিত পণ্যমূল্যের সঙ্গে কর্মীদের খাপ খাওয়াতে সহায়তা করবে বলে জানান ম্যাকনটন। তিনি বলেন, এক বছরে ৮ শতাংশ মজুরি বৃদ্ধি বর্ধিত মূল্যস্ফীতির সঙ্গে কর্মীদের খাপ খাওয়াতে সহায়ক হবে। জনগণের জন্য আমরা যে লড়াই করছি এবং ৭ লাখের বেশি কর্মীকে সত্যিকার পরিবর্তন এনে দিতে চাইছি এটা তার আরেকটি উপায়।

প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ পার্টি বলেছে, ন্যুনতম মজুরির পরিকল্পিত এই বৃদ্ধি ভোক্তা মূল্য সূচকের সঙ্গে সম্পর্কিত এবং মূল্যস্ফীতির ভিত্তিতে প্রতি হেমন্তে অন্টারিওতে মজুরি বৃদ্ধি অব্যাহত রাখা হবে। কর্মকর্তারা বলছেন, কোনো কর্মী ন্যুনতম মজুরিতে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করলে তার আয় বাড়বে ১ হাজার ৭৬৮ ডলার।

সর্বশেষ অন্টারিওতে ন্যুনতম মজুরি বেড়েছিল ২০২১ সালের অক্টোবরে। সে সময় ন্যুনতম মজুরি ঘণ্টায় ১৪ দশমিক ২৫ ডলার থেকে বেড়ে ১৪ দশমিক ৩৫ ডলার হয়। ২০১৮ সালের নির্বাচনে জিতে সসরকার গঠনের পর অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ঘণ্টায় ১৫ ডলারের ন্যুনতম মজুরি বাতিল করেন। সে সময় তিনি যুক্তি দেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এটা খুব বেশি ব্যয়বহুল হয়ে যাবে। এর পরিবর্তে ৩৫ সেন্ট বাড়ানোর পক্ষে মত দেন। ২০২১ সালের নভেম্বরে ন্যুনতম মজুরি প্রায় ১ ডলার বৃদ্ধির সময় কারণ হিসেবে মহামারির কথা বলেন প্রিমিয়ার। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, ২০১৮ সালের তুলনায় পরিস্থিতি এখন অনেক বদলে গেছে।
আসন্ন নির্বাচনে জয়লাভ করলে ২০২৩ সালের মধ্যে ন্যুনতম মজুরি ঘণ্টায় ১৬ ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে অন্টারিও লিবারেল পার্টি। এনডিপি অবশ্য ১ অক্টোবর থেকেই ন্যুনতম মজুরি ১৬ ডলারে উন্নীত করবে বলে কথঅন দিয়েছে। আর ২০২৬ সালের মধ্যে ন্যুনতম মজুরি ২০ ডলারে উন্নীত করতে চায় তারা।

অন্টারিও লিভিং ওয়েজ নেটওয়ার্কের ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যাতায়াত, চাইল্ড কেয়ার ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক ব্যয় নির্বাহে একজন ব্যক্তির ঘণ্টায় ন্যুনতম ২২ দশমিক শুন্য ৮ ডলার রোজগার করা প্রয়োজন। সর্বনি¤œ লিভিং ওয়েজ উল্লেখ করা হয় সল্ট মেরিতে ঘণ্টায় ১৬ দশমিক ২০ ডলার।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.