বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

নর্থ ইয়র্ক জেনারেল হসপিটালে নতুন লং-টার্ম কেয়ার হোম হচ্ছে

- Advertisement -
টরন্টোর নর্থ ইয়র্ক জেনারেল হসপিটালে ২০২৬ সালের মধ্যে ৩৮৪ শয্যার নতুন একটি লং-টার্ম কেয়ার হোম যুক্ত হবে

টরন্টোর নর্থ ইয়র্ক জেনারেল হসপিটালে ২০২৬ সালের মধ্যে ৩৮৪ শয্যার নতুন একটি লং-টার্ম কেয়ার হোম যুক্ত হবে বলে অন্টারিও সরকার শুক্রবার জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, হসপিটাল কর্তৃপক্ষ নতুন একটি স্টেট অব দ্য আর্ট ব্যবস্থার প্রস্তাব করছে যেখানে বৃহত্তর স্বাস্থ্য সেবা ব্যবস্থা ও বিশেষায়িত বিহেভিয়েরাল সাপোর্ট ও কনভালেসেন্ট কেয়ারের সমন্বয় করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে হাসপাতালের মধ্যে থাকা ১৬০ শয্যার লং-টার্ম কেয়ার হোমটি আধুনিকায়ন করা হবে। সেই সঙ্গে ১৯২টি নতুন শয্যা তৈরি করা হবে। আধুনিকায়ন করা অতিরিক্ত ৩২ শয্যার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তহবিল জোগান দেবে, যার ফলে বিদ্যমান লং-টার্ম কেয়ার হোম নতুন একটিতে পরিবর্তিত হবে।

- Advertisement -

লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী পল ক্যালান্ড্রা শুক্রবার এক বিবৃতিতে বলেন, লং-টার্ম কেয়ার সমস্যা সমাধানে আমাদের সরকারের একটি পরিকল্পনা আছে এবং তা হলো আমাদের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আধুনিক, নিরাপদ ও আরামদায়ক বাড়ির বন্দোবস্ত করা।
এই পরিকল্পনায় শিহরিত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, এটি হবে টরন্টোর অন্যতম বৃহৎ লং-টার্ম কেয়ার প্রকল্প। নর্থ ইয়র্ক জেনারেল হসপিটালের বোর্ডের চেয়ার বার্ট ক্লার্ক এ উদ্যোগকে জ্যেষ্ঠ নাগরিকদের স্বাস্থ্যে সুচিন্তিত বিনিয়োগ বলে অভিহিত করেন। তিনি বলেন, সর্বাধুনিক এই লং-টার্ম কেয়ার হোমটি হবে টরন্টোর অন্যতম বৃহৎ লং-টার্ম কেয়ার হোম, যার নকশা করা হয়েছে কোভিড-১৯ সংকট থেকে শিক্ষার ভিত্তিতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটি পরিবেশ দেওয়া যাতে করে প্রয়োজন হলে আমাদের যে কেউ তাদের পিতা-মাতা বা প্রিয়জনকে এখানে রাখতে পারেন।

২০২৪ সালের বসন্তে প্রকল্পের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের গ্রীষ্মে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। লং-টার্ম কেয়ার হোমটির নিবন্ধন পাবে হাসপাতাল এবং পরিচালনাও করবে তারাই।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিয়া এলিয়ট নর্থ ইয়র্ক জেনারেল হসপিটাল পরিদর্শনের একদিন পরই এ ঘোষণা দেওয়া হলো। সেদিন নতুন জরুরি কক্ষ, শয্যা উন্নত করা ও পরিচালন কক্ষ বাড়ানোর মধ্য দিয়ে হাসপাতাল আধুনিকায়নে অতিরিক্ত ৩০ লাখ ডলার তহবিল প্রদানের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

নতুন লং-টার্ম কেয়ার হোম প্রতিষ্ঠায় ঠিক কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে ক্যালান্ড্রার কার্যালয় তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি। সরকারের তরফ থেকে বলা হয়েছে, ২০২৮ সালের মধ্যে ৬৪০ কোটি ডলার ব্যয়ে প্রদেশজুড়ে ৩০ হাজারের বেশি নতুন শয্যা ও ২৮ হাজার লং-টার্ম কেয়ার শয্যা উন্নত করার ব্যাপারে প্রদেশের যে প্রতিশ্রুতি তার অংশ হিসেবেই দেখা হচ্ছে হাসপাতালের সঙ্গে যুক্ত নতুন লং-টার্ম কেয়ার হোমকে।

দুই সপ্তাহ আগে প্রদেশের পক্ষ থেকে নতুন ৮০০ লং-টার্ম কেয়ার শয্যা যুক্ত করে মার্খাম ও উইচচার্চ-স্টাউফভিলে নতুন তিনটি লং-টার্ম কেয়ার হোম প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.