শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
2.2 C
Toronto

Latest Posts

২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পরপরই ডগ ফোর্ডের জনপ্রিয়তা ৬৯ শতাংশে পৌঁছেছিল

- Advertisement -
ফোর্ডের সমর্থন বেড়েছে

জনসমর্থন ফিরে পেয়েছেন অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড। অ্যাঙ্গাস রিডের নতুন এক সমীক্ষায় তারা প্রতি জনসমর্থন এক বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। জুনের নির্বাচনের আগে আগে সমীক্ষার এ ফলাফল ফোর্ড সরকারকে আশাবাদী করে তুলছে। কারণ এর আগের সমীক্ষায় মাত্র ৩৭ শতাংশ অন্টারিওবাসী প্রিমিয়ার হিসেবে ডগ ফোর্ডের কাজের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

অ্যাঙ্গাস রিড মোট ১ হাজার ৬৩ জন প্রাপ্ত বয়স্ক অন্টারিওবাসীর ওপর সমীক্ষাটি পরিচালন করে। সমীক্ষায় অংশগ্রহণকারী ৪৩ শতাংশ অন্টারিওবাসী ডগ ফোর্ডের কৃতকর্মের প্রতি শক্তিশালী বা মোটামুটি সমর্থন ব্যক্ত করেন। তার কাজকে সমর্থন না করার কথা জানান সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ শতাংশ অন্টারিওবাসী।
তারপরও জনপ্রিয়তায় নিচের দিকে থাকা প্রিমিয়ারদের মধ্যে ডগ ফোর্ড অন্যতম। তার চেয়ে কম জনপ্রিয় কেবল নিউ ব্রান্সউইকের প্রিমিয়ার ব্লেইন হিগস, আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি ও ম্যানিটোবার প্রিমিয়ার হিদার স্টিফানসন। প্রিমিয়ার হিসেবে তাদের কাজকে অনুমোদন করেছেন যথাক্রমে ৩৬, ৩০ ও ২৫ শতাংশ মানুষ।

- Advertisement -

গত জানুয়ারিতে পরিচালিত অ্যাঙ্গাস রিডের সমীক্ষায় জনপ্রিয়তার চেয়ে ১৩ শতাংশ এগিয়েছেন অন্টারিওর প্রিমিয়ার। ২০২১ সালের মার্চের পর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অবস্থানে রয়েছেন ডগ ফোর্ড। ওই সময় প্রিমিয়ার হিসেবে তার কাজকে অনুমোদন দিয়েছিল ৫০ শতাংশ অন্টারিওবাসী। তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পরপরই ডগ ফোর্ডের জনপ্রিয়তা ৬৯ শতাংশে পৌঁছেছিল। পরবর্তী দুই বছরের অধিকাংশ সময়েই তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। ২ জুন নির্ধারিত নির্বাচন এগিয়ে আনবেন কিনা জানতে চাওয়া হলে ডগ ফোর্ড এ ধরনের সম্ভাবনা নাকচ করে দেন।

উল্লেখ্য, ১০ থেকে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে সমীক্ষাটি পরিচালনা করে অ্যাঙ্গাস রিড।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.