বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

নার্সদের ধরে রাখতে ৭০ কোটি ডলার বিনিয়োগ

- Advertisement -
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট লিখিত বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ মহামারির পুরো সময়জুড়ে নার্সরা অসাধারণ ত্যাগ স্বীকার ও নিঃস্বার্থভাবে সম্মুখসারিতে ছিলেন। তারা আমাদের অসুস্থ্য ও সবচেয়ে ঝুঁকিতে থাকা অন্টারিওবাসীদের সেবা দিয়েছেন

নার্সদের ধরে রাখতে ৭০ কোটি ডলারের বেশি বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে অন্টারিও সরকার। এর আওতায় প্রদেশের যোগ্য প্রত্যেক নার্স ৫ হাজার ডলার পর্যন্ত পাবেন।

সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোর্ড সরকার অর্থ পরিশোধের বিস্তারিত জানিয়েছে। এর আগে গত মাসে অন্টারিও নার্সেস অ্যাসোসিয়েশন (ওনা) বিষয়টি নিশ্চিত করেছিল।

- Advertisement -

স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট লিখিত বিবৃতিতে বলেছেন, কোভিড-১৯ মহামারির পুরো সময়জুড়ে নার্সরা অসাধারণ ত্যাগ স্বীকার ও নিঃস্বার্থভাবে সম্মুখসারিতে ছিলেন। তারা আমাদের অসুস্থ্য ও সবচেয়ে ঝুঁকিতে থাকা অন্টারিওবাসীদের সেবা দিয়েছেন। এখন আমাদের কাছে পরিস্কার যে, সামনের মাস ও বছরগুলোতে প্রদেশের ঘুরে দাঁড়াতে নার্সের শক্তিশালী জনবল খুব বেশি সহায়ক। আমরা নার্স জনবল গড়ে তোলার কাজ অব্যাহত রেখেছি এবং বিদ্যমান নার্সদের এই বিনিয়োগ সাহায্য করবে। এর ফলে কোভিড-১৯ মহামারি চলাকালে ও তৎপরবর্তী সময়ে অন্টারিওবাসী তাদের প্রয়োজনীয় সেবা প্রাপ্ত হবেন।

ওনার পক্ষ থেকে গত মাসে জানানো হয়, সরকারি অর্থায়নে পরিচালিত সব প্রতিষ্ঠানের সম্মুখসারির সব নার্সকে রিটেনশন বোনাস প্রদানের বিষয়ে প্রিমিয়ার ডগ ফোর্ড ও ইউনিয়নের মধ্যে আলোচনা হয়েছে।

ওনা প্রেসিডেন্ট ক্যাথরিন হোয় বলেন, আলোচনায় অন্টারিওর ভয়াবহ নার্স সংকট নিরসনে বেশ কিছু পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি এসেছিল। এর অংশ হিসেবে সরকার লেট-ক্যারিয়ার নার্সিং ইনিশিয়েটিভ, নিউ গ্র্যাজুয়েট কর্মসূচি ফিরিয়ে আনবে। সেই সঙ্গে পরিশ্রান্ত নার্সরা যাতে ছুটি নিতে পারেন সে ব্যাপারে সরকার অন্টারিও হসপিটাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করবে। তবে প্রিমিয়ার যেহেতু বিল ১২৪ বাতিলের ব্যাপারে রাজি হননি তাই আরও আলোচনার সুযোগ রয়েছে এবং ওনা এ ব্যাপারে প্রিমিয়ারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।

প্রদেশের পক্ষ থেকে সোমবার জানানো হয়, অর্থ পরিশোধ বাবদ সরকার ৭৬ কোটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করছে, যা দুই কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তির অর্থ পেতে হলে নার্সদের অব্যশই ৩১ মার্চ পর্যন্ত কর্মে থাকতে হবে। দ্বিতীয় কিস্তির জন্য চাকরি চালিয়ে যেতে হবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.